কেরলে বিমান দুর্ঘটনা, অবতরণের সময় ভেঙ্গে দু'টুকরো এয়ার ইন্ডিয়ার Boeing 737, মৃত ৩ - Bangla Hunt

কেরলে বিমান দুর্ঘটনা, অবতরণের সময় ভেঙ্গে দু’টুকরো এয়ার ইন্ডিয়ার Boeing 737, মৃত ৩

By Bangla Hunt Desk - August 07, 2020

বাপ্পাই দত্ত : কেরলে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। ভেঙে টুকরো টুকরো হয়ে গেল এয়ার ইন্ডিয়ার বিমান Boeing 737 । ইতিমধ্যে পাইলট সহ ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার কেরলের কোঝিকোড় আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় ভেঙ্গে দু’টুকরো হয়ে যায় বিমানটি।

জানা গিয়েছে দুর্ঘটনায় এখনো পর্যন্ত পাইলটসহ ৩ জনের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে খবর। প্রশাসনিক তৎপরতায় এখনো পর্যন্ত ১৭৭ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে ৬ জন শিশুও রয়েছে বলে জানা গিয়েছে।

এই ঘটনায় ইতিমধ্যেই টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন ‘ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে দ্রুত উদ্ধার কাজ শুরু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে’।

অন্যদিকে যাত্রীদের পরিবারের জন্য হেল্পলাইন চালু করেছে প্রশাসন। 0495-2376901 এই নাম্বারে ফোন করে দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের খোঁজ নিতে পারবেন পরিবারের আত্মীয়রা।

কেরলে বৃষ্টির জেরে সকাল থেকেই বিপর্যস্ত জনজীবন।বন্যায় সেখানে ইতিমধ্যেই ৫৪ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বন্যায় মৃত্যু হয়েছে ১১ জনের। তার মধ্যে রাতে বৃষ্টি বাড়তে থাকে। আর তাতেই অবতরণের সময় পিছলে যায় এয়ার ইন্ডিয়ার বিমান Boeing 737। আর তাতেই ঘটে দুর্ঘটনা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর