সুশান্ত সিং মামলায় রিয়া সহ ৬ জনের বিরুদ্ধে FIR দায়ের - Bangla Hunt

সুশান্ত সিং মামলায় রিয়া সহ ৬ জনের বিরুদ্ধে FIR দায়ের

By Bangla Hunt Desk - August 06, 2020

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় অবশেষে রিয়া সহ মোট ৭ জনের বিরুদ্ধে FIR দায়ের করল CBI। শুধু FIR দায়েরই নয়, সুশান্ত মামলায় বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে CBI।

জানা গেছে, এই মামলায় রিয়া চক্রবর্তী, তাঁর বাবা ইন্দ্রজিত চক্রবর্তী, মা সন্ধ্যা চক্রবর্তী, ভাই শৌমিক, রিয়ার ম্যানেজার শ্রুতি মোদী, সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ড, ও আরো একজন সহ মোট ৭ জনের বিরুদ্ধে FIR দায়ের করেছে CBI। শুধু FIR দায়েরই নয়, সুশান্ত মামলায় বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে CBI। সূত্রের খবর, এই টিমে (SIT) রয়েছে মনোজ শশীধর (গুজরাট ক্যাডার) IPS অফিসার গগনদীপ গম্ভীরের নেতৃত্বে গঠিত হয়েছে এই তদন্তকারী দল (SIT)। ইতিমধ্যেই বিহার পুলিসের থেকে সমস্ত তথ্য CBI এর তরফে জানতে চাওয়া হয়েছে বলে খবর।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর