

বাংলা হান্ট ডেস্ক ; দিলীপ ঘোষ রাজ্য বিজেপির সভাপতি পদে বসার পর থেকেই নানা সময়ে দলের অন্দরে গোষ্ঠী দ্বন্দ্বে লিপ্ত হন। গত লোকসভা নির্বাচনে চাণক্য মুকুল রায়ের বিজেপিতে যোগদানের বিরোধিতা করেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । পরে অবশ্য কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপে দিল্লিতে গিয়ে মুকুল রায় বিজেপিতে যোগদান করেন। চাণক্য মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর গত লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্য ১৮ টি আসন পায়। কিন্তু মুকুল রায়ের এই কৃতিত্ব কে মানতে নারাজ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার সংগঠনের জন্যই রাজ্যে বিজেপি ভালো ফল করেছে বলে মনে করেন তিনি। তাই আসন্ন বিধানসভার নির্বাচনে নিজের মতো করে সংগঠন সাজাচ্ছে দিলীপ ঘোষ। দিলীপ পন্থীদের সংগঠনের নানা পদের দায়িত্ব দেওয়া হচ্ছে। আর তাই নিয়েই রাজ্য বিজেপির অন্দরে প্রায় দিন গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিচ্ছে। ঘনিষ্ঠদের পদ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠছে দিলীপ ঘোষের বিরুদ্ধে।
অন্যদিকে বিতর্কিত মন্তব্যের দ্বারা রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্যে বিজেপির ভাবমূর্তি নষ্ট করছে। প্রায় দিন তাকে সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় বেফাঁস মন্তব্য করতে দেখা যায়। যা নিয়ে দিলীপ ঘোষের উপর আস্থা হারাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ও আরএসএস। কেন্দ্রীয় নেতৃত্বের মনে করছে, এখনই যদি রাজ্যে সভাপতি পরিবর্তন না করা হয় তাহলে পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। স্বপ্ন সম্ভব করা হবে না। তাই আরএসএস এবার রাজ্যে সভাপতি পদের জন্য নতুন মুখ খুঁজছে এবং ইতিমধ্যে আরএসএস এর তরফ থেকে তিন জনের নামের প্রস্তাব পাঠানো হয়েছে। এবার সভাপতি পদের জন্য যোগ্যতা ঠিক করে দেওয়া হয়েছে আরএসএসের তরফ থেকে।
সভাপতি পদের জন্য কি কি যোগ্যতা থাকা চাই?
সভাপতি পদের পাওয়ার জন্য ৫০ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। যাকে রাজ্য সভাপতি করা হবে, তাকে বাংলার বাইরে বসবাসরত হতে হবে এবং অবশ্যই সে বাঙালি হতে হবে। শিক্ষিত ও বাঙালির কাছে গ্রহণযোগ্য হতে হবে এবং কাজের অভিজ্ঞতা ও দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকতে হবে। এই কয়েকটি গুণ থাকলে রাজ্য বিজেপির সভাপতি করা হবে।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স