নেপালকে অনুসরণ করে এবার কাশ্মীরকে নিজেদের মানচিত্রের অন্তর্ভুক্ত করল পাকিস্তান! - Bangla Hunt

নেপালকে অনুসরণ করে এবার কাশ্মীরকে নিজেদের মানচিত্রের অন্তর্ভুক্ত করল পাকিস্তান!

By Bangla Hunt Desk - August 05, 2020

বাংলা হান্ট ডেস্ক ; পাক অধিকৃত কাশ্মীর বা পাকিস্তানে ভাগের কাশ্মীর নিয়ে কোনদিনই খুশি হয়নি পাকিস্তান। স্বাধীনতার পর থেকেই পুরো কাশ্মীরকেই নিজেদের অংশ করতে চায় পাকিস্তান। আর তার জন্য কোন কিছুই বাকি রাখেনি পাকিস্তান। জঙ্গি হামলা থেকে শুরু করে নাশকতা, জঙ্গি অনুপ্রবেশ, উপত্যকায় শান্তি নষ্ট করা সবকিছুই করেছে পাকিস্তান। কিন্তু কোন কিছুতেই লাভ হয়নি। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবেই রয়ে গেছে। কিন্তু এবার নেপালের পথ অনুসরণ করে, পাকিস্তান পুরো কাশ্মীর নিজেদের মানচিত্রের অন্তর্ভুক্ত করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিজেই মানচিত্র প্রকাশ করেছেন। যা পুরোপুরি হাস্যকর বলে মনে করছে দিল্লি।

এই বিষয় ভারতের পররাষ্ট্র মন্ত্রকের তরফে বলা হয়েছে পাকিস্তানের এই কাণ্ড পুরোপুরি হাস্যকর। বলা হচ্ছে এই মানচিত্র পুরোপুরি অবৈধ এবং অর্থহীন। তাছাড়া এই মানচিত্রের আন্তর্জাতিক স্তরে কোনো গ্রহণযোগ্যতা নেই। জম্বু কাশ্মীর বাদে লাদাখ এবং পশ্চিম গুজরাটের কিছু অংশ কেউ এই মানচিত্রে নিজেদের বলে উল্লেখ করেছে পাকিস্তান।
পাকিস্তানের এই কাণ্ডকে পুরোপুরি নস্যাৎ করেছে ভারত।

উল্লেখ্য, কিছুদিন আগে ভারতের লিপু লেক সহ তিন জায়গা নিজেদের মানচিত্রের অন্তর্ভুক্ত করেছিল নেপাল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর