বেলেঘাটা আইডিতে একদিনে ২৫ জন নার্স - স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত - Bangla Hunt

বেলেঘাটা আইডিতে একদিনে ২৫ জন নার্স – স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত

By Bangla Hunt Desk - July 29, 2020

বাংলা হান্ট ডেস্ক; বেলেঘাটা আইডি তে নার্স ও চতুর্থ শ্রেণীর কর্মী মিলিয়ে এক দিনে ২৫ জন করোনা আক্রান্ত। একদিনে এত আক্রান্ত রাজ্যের কোন হাসপাতালে আজ পর্যন্ত ঘটেনি। যা নিয়ে উদ্বিগ্ন বেলেঘাটা আইডি হসপিটাল কতৃপক্ষ।

সূত্রের খবর, আক্রান্তদের মধ্যে রয়েছে ৭ জন নার্স, বাকিরা সব চতুর্থ শ্রেণীর কর্মী। আক্রান্তদের মধ্যে ৫ জনকে বেলেঘাটা আইডি তে ভর্তি করা হয়েছে। বাকিদের কয়েকজন কে হোম কোয়ারেন্টাইন ও হোম আইসোলেশন রাখা হয়েছে।

বেলেঘাটা আইডি’তে একদিনে ২৫ জন সংক্রামিত হওয়ায় উদ্বিগ্ন রাজ্যের স্বাস্থ্য দপ্তরও। এর আগে কলকাতার এনআরএস, আরজিকর, সহ বহু হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা করোনা আক্রান্ত হয়েছে। আবার সেরেও উঠেছে। কিন্তু বেলেঘাটা আইডির মতো একদিনে এত পরিমান সংক্রমণ এর আগে কখনো হয়নি। যা নিয়ে চিন্তার ভাঁজ ফেলেছে রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর