করোনায় বলি 'সেনকো গোল্ড এন্ড ডায়মন্ড'স 'এর কর্ণধার শংকর সেন - Bangla Hunt

করোনায় বলি ‘সেনকো গোল্ড এন্ড ডায়মন্ড’স ‘এর কর্ণধার শংকর সেন

By Bangla Hunt Desk - July 28, 2020

করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ড’স এর কর্ণধার শংকর সেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। এই মানুষটির অকাল প্রয়াণে ‘সেনকো গোল্ড এন্ড ডায়মন্ড’স’ এর পুরো পরিবার বিপর্যস্ত, শোকাহত মর্মাহত।

সূত্রে খবর, দিন দশেক আগেই জ্বর এবং শ্বাসকষ্টের উপসর্গ দেখা দেয় তার। পরে কোভিড টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে। এই অবস্থায় বাইপাসের ধারে একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করানো হয় তাকে। কিন্তু ক্রমেই অবস্থার অবনতি হতে থাকে তার। পরে ফুসফুস ও হার্ট করোনা সংক্রমণে ক্ষতিগ্রস্ত হয়। অবশেষে আজ মঙ্গলবার হঠাৎ হার্ট অ্যাটাক করে তার। পরে চিকিৎসকরা অনেক চেষ্টা করলেও বাঁচাতে পারেনি তাকে।

তাঁর তত্বাবধানে ব্যবসা পৌঁছেছিল শিখরে। সারা দেশের ১৪টি রাজ্যে বিস্তৃত সেনকোর গোল্ড এন্ড ডায়মন্ড’স এর ব্যবসা। সংস্থার প্রধান মানুষটাই এভাবে আকস্মিক চলে যাওয়ায় বিপর্যস্ত সেনকো গোল্ডের কর্মীরা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর