অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায় - Bangla Hunt

অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়

By Bangla Hunt Desk - July 28, 2020

মালদা ; মালদা কালিয়াচ থানার অন্তর্গত এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির দেহ ঘিরে চ্যাঞ্চল ছড়ালো এলাকায়। গোলাপগঞ্জ ফাঁড়ির এলাকার সাহিলা পুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, নদীর জলে কচুরিপানার মধ্যে মৃত্যু দেহটি ভাসতে দেখে স্থানীয় মানুষ জন। তারপরই তারা গোলাপগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে গোলাপগঞ্জ থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্ত জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ সুত্রে জানা গিয়েছে দেহটি অর্ধেকাংশ প্রায় পচে গিয়েছে, তাই দেহটি সনাক্ত করা সম্ভব হয়নি। কি ভাবে এই ঘটনা ঘটেছে তা তদন্তে নেমেছে পুলিশ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর