জলপাইগুড়িতে সেতু ভেঙে নিচে পড়ল কলা বোঝাই গাড়ি, ঘটনায় মৃত ২ - Bangla Hunt

জলপাইগুড়িতে সেতু ভেঙে নিচে পড়ল কলা বোঝাই গাড়ি, ঘটনায় মৃত ২

By Bangla Hunt Desk - July 28, 2020

মালবাজার, ২৮ জুলাই ; অতি বৃষ্টিতে মালবাজারের বাগডোগরার কাছে জুরন্তি সেতু ভেঙে মৃত্যু হলে দুজনে। রাত তিনটে নাগাদ ঘটনাটি ঘটে। জানা গেছে রাতে অতি ভারী বৃষ্টির ফলে সেতুটির রেইনকাট দেখা দেয়। যার ফলে চাপ সামলাতে না পেরে সেতুটির মাঝের অংশ ধসে গিয়ে এই দুর্ঘটনা। স্থানিও সুত্রে জানা গেছে ভোর রাতে পাঁচটি পিকআপ ভ্যান কলা নিয়ে অসম থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। চারটি পিকআপভ্যান সেতু পেরিয়ে গেল একটি পিকআপ ভ্যান সেতু ভেঙে নিচে পড়ে যায়। পিকভ্যানে থাকা দুজনের মৃত্যু হয়। প্রশাসনের তরফে ডুয়ার্স হয়ে শিলিগুড়ি গামী ৩১ নম্বর জাতীয় সড়কে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বর্ষা এবার সঠিক সময়ে এসেছে। গত কয়েক মাস ধরেই বৃষ্টি চলছে উত্তরবঙ্গ জুড়ে। এর ফলে বিভিন্ন নদী সংলগ্ন সেতু গুলির রক্ষনা বেক্ষনের দেখভাল বা সেতুর স্বাস্থ্য পরীক্ষার কাজ হয়নি বললেই চলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের তরফে ঠিকমতো সেতু সংরক্ষণের কাজ হলে হয়তো এরকম দুর্ঘটনা ঘটতো না।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর