বিজেপিতেই ছিলাম, আছি, থাকব, জল্পনা উড়িয়ে বললেন মুকুল রায় - Bangla Hunt

বিজেপিতেই ছিলাম, আছি, থাকব, জল্পনা উড়িয়ে বললেন মুকুল রায়

By Bangla Hunt Desk - July 26, 2020

বেশ কয়েকদিন ধরে বিজেপির সঙ্গে তার দূরত্ব তৈরির নিয়ে জল্পনা চরমে উঠেছিল। বঙ্গ বিজেপি তাকে গুরুত্ব দিচ্ছেন না। তার ছেলে শুভ্রাংশু রায়কে যুব মোর্চায় কোন পদ না দেওয়া, এমনই খবর ঘুরছিল বাজারে। যার জন্য রবিবার সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হন বিজেপি নেতা মুকুল রায়। কিন্তু সমস্ত জল্পনা উড়িয়ে মুকুল রায় জানিয়ে দেন তিনি বিজেপিতে ছিলেন, আছেন, থাকবেন। আমার সঙ্গে বিজেপির কারো কোনো বিরোধ নেই। দলের কোনো সংঘাত নেই। এদিন তিনি বলেন একটা বিভ্রান্তিকর অপপ্রচার চলছে তাকে নিয়ে। এক অসহনীয় পর্যায়ে চলে গেছে এটা। তিনি বলেন এ সম্পর্কীয় ফোন ধরতে ধরতে তিনি হয়রান হয়ে গেছেন। কারা এটা করছে এর তদন্ত হোক।

দিলীপ ঘোষ প্রসঙ্গে এদিন মুকুল রায় বলেন দলে সবার আলাদা আলাদা কাজ রয়েছে, ফলে কারো সঙ্গে মতবিরোধ কারার কোন প্রশ্ন নেই। তিনি বলেন তাকে নিয়ে যে রটনা হচ্ছে তার পূর্ণাঙ্গ তদন্ত হোক।

এদিন তিনি সাংবাদিক বৈঠকে বলেন, আগের বিজেপি সভাপতি অমিত শাহ থেকে শুরু করে বর্তমান সভাপতি আমাকে যথেষ্ট মর্যাদা ও সম্মান দিয়েছে। কৈলাশ বিজয় বর্গী তাকে মর্যাদা দিয়েছে। গত পঞ্চায়েত ভোটে আমাকে দায়িত্ব দিয়েছিল। এবং গত লোকসভা ভোটে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। অমিত শাহ নিজের মুখে বলে গিয়েছেন জয়ের অন্যতম কাণ্ডারী। তাছাড়া সর্ববৃহৎ রাজনৈতিক দলের আমি জাতীয় কার্য সমিতির সদস্য। মুকুল রায় বলেন দলের প্রতি আমি ১০০ শতাংশ সন্তুষ্ট।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর