এক বছর নিষ্ক্রিয় থাকার পর, কেন্দ্রীয় নেতৃত্বের আমন্ত্রণে দিল্লি যাচ্ছেন শোভন! - Bangla Hunt

এক বছর নিষ্ক্রিয় থাকার পর, কেন্দ্রীয় নেতৃত্বের আমন্ত্রণে দিল্লি যাচ্ছেন শোভন!

By Bangla Hunt Desk - July 22, 2020

বিজেপিতে একবছর চুপচাপ বসে থাকার পর আবার সক্রিয় হতে চলেছেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় নেতৃত্বের আমন্ত্রণে এবার দিল্লি যাচ্ছেন তিনি।

এক বছর আগে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে ঘটা করে যোগদান করেও গেরুয়া শিবিরে নিষ্ক্রিয় ছিলেন তিনি। এ নিয়ে রাজ্য রাজনীতিতে বিস্তর জল ঘোলা হয়েছে। এক বছর বিজেপির কোন সভায় তাকে দেখা যায়নি কিন্তু এবার পরিস্থিতি অনেকটাই নিরসন হতে চলেছে। কেন্দ্রীয় নেতাদের আমন্ত্রণে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে এবার দিল্লি যাচ্ছেন তিনি।

আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখেই এগোতে চাইছে বিজেপি। আর সেই দিকে লক্ষ্য রেখেই আজ থেকে দিল্লিতে বিজেপির সপ্তাহব্যাপী বৈঠক বসছে। সেই বৈঠকে হয়তো ২১ শে বিধানসভা ভোটের রুপরেখা ঠিক হবে। সেই বৈঠকে কেন্দ্রের তরফে আমন্ত্রণ করা হয়েছে শোভন চট্টোপাধ্যায় কে। রাজনৈতিক মহলের ধারণা, বিজেপি হয়তো ২০২১ এ বিধানসভা নির্বাচনের লড়াইয়ে শোভনের মত নেতা কে শামিল করার কথা ভাবছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর