মালদায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী - Bangla Hunt

মালদায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী

By Bangla Hunt Desk - July 20, 2020

মালদাঃ- মালদা জেলার ইংরেজবাজার পৌরসভা এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও কো-অর্ডিনেটর প্রসেনজিৎ দাস। সোমবার পৌরসভার ৮, ৯ ও ১২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা মহানন্দার জলে প্লাবিত, সেই সমস্ত এলাকা পরিদর্শন করেন। কখনও নৌকা করে আবার কখনও বা নৌকা থেকে জলে নেমে প্লাবিত মানুষজনদের সাথে কথা বলেন। তিনি বলেন মহানন্দার জলে ওই তিনটি ওয়ার্ডের প্রায় ৬০০ থেকে ৭০০ পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। তাদের সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেন তিনি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর