প্রতীক্ষার অবসান, আগস্টেই করোনা ভ্যাকসিন বাজারে আনছে রাশিয়া - Bangla Hunt

প্রতীক্ষার অবসান, আগস্টেই করোনা ভ্যাকসিন বাজারে আনছে রাশিয়া

By Bangla Hunt Desk - July 20, 2020

করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। বিশ্বের সবচেয়ে উন্নতশীল দেশ আমেরিকা করোনা সংক্রমণের নিরিখে বিশ্বে প্রথম স্থানে হয়েছে। এই ভাইরাসের কোনো প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি বিশ্বে। কিন্তু এবার দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে চলেছে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানিয়েছেন, আগস্টেই করোনার ভ্যাকসিন বাজারে আনতে চলেছে রাশিয়া। তবে এখনও তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল পুরোপুরি সম্পন্ন হয়নি। তবে ক্লিনিকাল ট্রায়াল শেষ হওয়ার আগেই বাজারে করোনার টিকা আনবে রাশিয়া।

মিখাইল মুরাশকো জানান, মারণ করোনা ভাইরাসের ভ্যাকসিন আগস্টেই বাজারে আসছে। এ বিষয়ে আদেশও জারি করা হয়েছে। তবে তিনি জানান, বাজারে ভ্যাকসিন এলেও, তৃতীয় পর্যায়ের ট্রায়াল একই সঙ্গে চলবে।

রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (RDIF) প্রধান নির্বাহী কর্মকর্তা কিরিল দিমিত্রিভ জানিয়েছেন, রাশিয়া, সৌদি আরব ও আরব আমিরাতে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে চলেছে। হাজার হাজার মানুষের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। আশা করা যায় ২০২০ সালের মধ্যেই রাশিয়া প্রায় ৪.৭ কোটি ডোজ উৎপাদন করতে পারবে।

করোনার ভ্যাকসিনের বিষয়ে সেকেনভ ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটির প্রতিষেধক গবেষণা দলের প্রধান ভাদিম তারাসভ জানান, তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর পর স্বেচ্ছাসেবকের প্রথম দলটিকে ১৫ জুলাই এবং দ্বিতীয় দলটিকে ২০ জুলাই পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে। অর্থাৎ, ২০ জুলাইয়ের মধ্যেই এই ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া এবং কার্যকারিতার বিষয়ে নিশ্চিত হবেন বিজ্ঞানীরা। তার আগেই ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে ভ্যাকসিনটির শেষ পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল। রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি তৈরি করেছে এই প্রতিষেধক।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, অগাস্ট মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই রুশ বিজ্ঞানীদের তৈরি করোনা প্রতিষেধক বাজারে ছাড়ার তোড়জোড় শুরু করে দিয়েছে রাশিয়া। গামালেই ইনস্টিটিউটের পরিচালক আলেকজান্ডার গিনস্টবার্গ সে দেশের সংবাদ মাধ্যমকে জানান, ১২ থেকে ১৪ অগাস্টের মধ্যেই এই প্রতিষেধক বাজারে ছাড়ার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে তারা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর