ঝাঁ-চকচকে হচ্ছে শিয়ালদা স্টেশন! স্টেশনের ভেতর বসছে এক্সক্লেরেটার, তৈরি হচ্ছে শপিং কমপ্লেক্স - Bangla Hunt

ঝাঁ-চকচকে হচ্ছে শিয়ালদা স্টেশন! স্টেশনের ভেতর বসছে এক্সক্লেরেটার, তৈরি হচ্ছে শপিং কমপ্লেক্স

By Bangla Hunt Desk - July 20, 2020

লকডাউনে ডাউনে বন্ধ ট্রেন চলাচল। শিয়ালদা স্টেশনে নেই যাত্রীদের চাপ। এবার এই সুযোগকে কাজে লাগিয়ে শিয়ালদা স্টেশনকে ঢেলে সাজাচ্ছে রেল কর্তৃপক্ষ। যখন জনজীবন স্তব্ধ সেই ফাঁকে সৌন্দর্যায়ন করা হচ্ছে শিয়ালদা স্টেশনের। সৌন্দর্যের সাথে যাত্রী স্বাচ্ছন্দের দিকেও নজর দেওয়া হচ্ছে।

প্রতিদিন লক্ষাধিক মানুষের ভিড় হয় এই শিয়ালদা স্টেশনে। কর্মব্যস্ত এই স্টেশনে নিত্যদিন যাত্রীদের চাপ থাকায় এতো দিন ঠিকমতো সংস্কারের কাজ করা যায়নি এই স্টেশনে। কিন্তু এবার করোনা আবহে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকায় এই সুযোগে কাজে লাগালো রেল কর্তৃপক্ষ। এবার ঢেলে সাজানো হচ্ছে স্টেশন। বসছে বড় বড় এলইডি লাইট। কারোগেডের সিলিং বদলানো হচ্ছে কাঠের ব্লকের। ঝাঁ-চকচক করা হচ্ছে স্টেশন। স্টেশনে ঢোকার মুখে লাগানো হচ্ছে নানা শিল্পকলা। যা দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে।

শিয়ালদা স্টেশন দিয়ে মফস্বলের বহু মানুষ কাজ সেরে বাড়ি ফেরেন। নিত্যদিন লোকজনের ভিড়ে জমজমাট থাকে স্টেশন। তাই রেল কর্তৃপক্ষ নিত্যযাত্রীদের কথা মাথায় রেখে দরকারে খুঁটিনাটি জিনিস যাতে কিনতে পারে তার জন্য স্টেশনের ভেতরে তৈরি করা হয়েছে দোতলা ফ্যামিলি শপিং কমপ্লেক্স। এই কমপ্লেক্সের মধ্যে থাকবে ১৫ থেকে ২০ টি দোকান। বসানো হচ্ছে এক্সক্লেরেটার সিঁড়ি। তৈরী হচ্ছে নতুন ঝাঁ চকচকে সব দোকান। ফ্লাইওভারের থেকে স্টেশনে ঢোকার মুখে রাস্তা সাফ করার কাজ চলছে। রং করা হচ্ছে শিয়ালদা স্টেশনের অন্দর।

এখন শুধু চেনাছন্দে স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় শিয়ালদা স্টেশন। লকডাউন উঠে গেলে ট্রেন চালু হলে আবার নতুন করে যাত্রীদের স্বাগত জানাতে তৈরি শিয়ালদা স্টেশন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর