বিধায়ক হত্যায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দিলো রাজ্য বিজেপি - Bangla Hunt

বিধায়ক হত্যায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দিলো রাজ্য বিজেপি

By Bangla Hunt Desk - July 13, 2020

বাপ্পাই দত্ত :- হেমতাবাদ এর বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ে রহস্য মৃত্যুর ঘটনায় রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল মাননীয় রাজ্যপাল শ্রী জাগদীপ ধনকরে সাথে দেখা করেন এবং সিবিআই তদন্ত জানান।

হেমতাবাদের বিজেপিব বিধায়কের অস্বাভাবিক মৃত্যু। বাড়ির এক কিমি দূরে বন্ধ দোকানের বারান্দা থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার। খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে পরিবারের তরফে। পাশাপাশি এই ঘটনায় সিবিআই তদন্তেরও দাবি করা হয়েছে।

পরিবারের অভিযোগ, খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছে পরিবার।

এদিন কলকাতার রাজপথে হেমতাবাদের বিজেপিব বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চা থেকে শুরু করে যুব মোর্চা এবং রাজ্য সভাপতি সহ ধিক্কার মিছিল করে। এই ঘটনায় বিজেপি মহিলা মোর্চা সভাপতি অগ্নিমিত্রা পাল জানান “এই ঘটনা দুর্ভাগ্যজনক। বাংলা জুড়ে লুঠ আর হত্যা চলছ। গণতন্ত্র আজ বিপন্ন হয়ে পড়েছে। একজন বিধায়ককে খুন করে হয়েছে। এই বিষয়ে পূর্ণাঙ্গ সিবিআই তদন্ত চাই”।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর