কালিন্দী নদীর জল ঢুকে নষ্ট জমির ফসল! মাথায় হাত চাষিদের - Bangla Hunt

কালিন্দী নদীর জল ঢুকে নষ্ট জমির ফসল! মাথায় হাত চাষিদের

By Bangla Hunt Desk - July 13, 2020

মালদা-ইংরেজবাজার ব্লকের কোতুয়ালি গ্রাম পঞ্চায়েত সতীচূড়া কলোনি এলাকায় কালিন্দী নদীর জল ঢুকে প্লাবিত চাষের জমি। ইতি মধ্যে মাথায় হাত পড়েছে চাষিদের। মহাজনের কাছে চড়া সুদে ঋণ নিয়েছেন অনেকে। ভাল সবজিও ফলেছে এবার। তার মধ্যে বন্যায় প্লাবিত গোটা চাষের জমি। এই অবস্থায় অসহায় বোধ করছেন প্লাবিত জমির মালিকেরা। সরকারের সাহায্য প্রার্থনা করছেন তাঁরা। জানা গেছে, এবার আষাঢ় মাসে সতীচূড়া কলোনির বেশিরভাগ এলাকা কালিন্দ্রী নদীর জলে প্লাবিত। চাষিদের মধ্যে মোসলিম মোমিন, সুভাষ হালদাররা বলেন,‘‌আমদের জমিতে পটল, ঝিঙে, শশা, বেগুন-‌সহ অন্যান্য সবজি লাগিয়ে ছিলাম। সব এখন জলের তলায়। ব্যাপক ক্ষতি হয়ে গেল আমাদের।সরকারের কাছে আবেদন এই পরিস্থিতি আমাদের কিছু সাহায্য করুন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর