ঔষধের দোকানের আড়ালে চলছে রমরমা ফেনসিডিল ও নিষিদ্ধ ওষুধের ব্যবসা - Bangla Hunt

ঔষধের দোকানের আড়ালে চলছে রমরমা ফেনসিডিল ও নিষিদ্ধ ওষুধের ব্যবসা

By Bangla Hunt Desk - July 13, 2020

মালদা : ওষুধের দোকানের আড়ালে ফেনসিডিল এবং নিষিদ্ধ ওষুধের ব্যবসা। গোপন সূত্রে খবর পেয়ে হানা দিল ইংরেজবাজারের মিল্কি ফাঁড়ির পুলিশ। দোকানে তল্লাশি চালিয়ে উদ্ধার প্রচুর পরিমাণে বেআইনি ফেনসিডিল এবং নিষিদ্ধ ওষুধ। গ্রেপ্তার ওষুধ ব্যবসায়ী।

পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে এদিন মিল্কির শ্যামপুর কলোনি এলাকায় হানা দেয় পুলিশ। ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ওই এলাকায় হানা দিয়ে এই সাফল্য পায়। ওষুধের দোকানে হানা দিয়ে শেখ সামি আলম নামে ওই ওষুধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। বয়স ৩২। বাড়ি ওই এলাকাতেই। তার দোকানে তল্লাশি চালিয়ে প্রায় ৫৫৫ বোতল বেআইনি ফেন্সিডিল এবং নিষিদ্ধ ঔষধ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় তাকে। এই বিষয়ে পুলিশ সূত্রে জানা গেছে লক ডাউনের সুযোগে বিগত চার পাঁচ মাস ধরে ওষুধের দোকান খুলে এই ব্যবসা শুরু করেছিল সামি। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে এই সাফল্য পায় পুলিশ। সোমবার তাকে মালদা জেলা আদালতে তোলা হয়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর