হালিশহরের পুর-প্রশাসকের পদ থেকে পদত্যাগ করলেন অংশুমান রায় - Bangla Hunt

হালিশহরের পুর-প্রশাসকের পদ থেকে পদত্যাগ করলেন অংশুমান রায়

By Bangla Hunt Desk - July 13, 2020

সোমবার হালিশহর পৌরসভার পুর-প্রশাসকের পদ থেকে পদত্যাগ করলেন অংশুমান রায়। পরপর দু’দফায় হালিশহর পৌরসভার পৌর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পুরো বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পরেই পুরোপ্রশাসক হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন অংশুমান রায়।

সূত্রের খবর কিছুদিন আগেই তাকে শোকজ করেছিল জেলা নেতৃত্ব। অন্যদিকে কয়েকদিন আগে হালিশহরে ২২ নং ওয়ার্ডের বিদায় কাউন্সিলর রাজু সাহানি সঙ্গে একটি মিটিং তার বাকবিতণ্ডা বাধে বলে খবর। পরে সেই মিটিং থেকে তিনি বেরিয়ে আসেন। এতে অপমানিত বোধ করেন অংশুমান। এরপরে তিনি প্রশাসক হিসেবে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

যদিও অংশুমান এদিন সাংবাদিক সম্মেলনে জানান বাড়িতে তার বৃদ্ধ অসুস্থ মা, স্ত্রী এবং সন্তান রয়েছে। পৌরসভার কাজ করতে গেলে ২৪ ঘন্টা সময় দিতে হয়। কিন্তু বাড়িতে কিছু সমস্যার কারণে তিনি ঠিকমত পুরসভার সময় দিতে না পারছেন না। তার জন্যই জন্য তিনি জেলা নেতৃত্ব কাজে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। জেলাও নেতৃত্ব তার পদত্যাগ গ্রহণ করেছে। তিনি এদিন স্পষ্টই জানান রাজনীতির সঙ্গে রয়েছেন এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেসের হয়েই কাজ করবেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর