

রায়গঞ্জ ১৩ জুলাই ; সাত সকালেই উদ্ধার বিজেপি বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। এই ঘটনার এবার সিআইডি তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার।
হেমতাবাদের বিজেপিব বিধায়কের অস্বাভাবিক মৃত্যু। বাড়ির এক কিমি দূরে বন্ধ দোকানের বারান্দা থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার। খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে পরিবারের তরফে। পাশাপাশি এই ঘটনায় সিবিআই তদন্তেরও দাবি করা হয়েছে।
বাড়ি থেকে কয়েক মিটার দুরত্বে এক বন্ধ দোকানের সামনে রহস্য জনক ভাবে হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করতে এলে পুলিশকে ঘিরে রীতিমতো বিক্ষোভ শুরু হয়ে যায়। বিধায়কের পরিবারের অভিযোগ করেছে, তাঁকে খুন করে ঝুলিয়ে দিয়েছে দুষ্কৃতীরা।সম্প্রতি ২০১৬ বিধানসভা ভোটে দেবেন্দ্র নাথ রায় হেমতাবাদ কেন্দ্র থেকে সিপি এম থেকে জিতলেও গত ২০১৯ এর লোকসভা ভোটের পর তিনি বাম দল ছেড়ে বিজেপি দলে যোগ দেন। আর তারপরেই তার এই রহস্য জনক মৃত্যুকে ঘিরে এলাকায় শুরু হয়ে গেছে রাজনৈতিক উত্তেজনা।
এদিকে সোমবার রায়গঞ্জ ব্লকের বালিয়াদিঘী একটি দোকানের বাড়ান্দায় এলাকার জনপ্রিয় বিধায়কের ঝুলন্ত মৃতদেহ নজরে আসতেই রীতিমতো উত্তেজনা ছড়ায়। রায়গঞ্জ থানার বিন্দোল গ্রাম পঞ্চায়েতের বালিয়াদিঘী গ্রামে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে এক বন্ধ দোকানের বারান্দা থেকে উদ্ধার হয়েছে তাঁর ঝুলন্ত দেহ। বিধায়কের মৃত্যুর খবর শুনেই তাকে দেখতে ছুটে আসেন হাজার হাজার মানুষ। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছে আমজনতা। এলাকায় রয়েছে রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী ও জেলা পুলিশের কর্তারা। পরিবারের অভিযোগ, খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছে পরিবার।
এই ঘটনায় বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন “এইভাবে কাউকে আত্মহত্যা করতে দেখেছে কেউ। খুন করা হয়েছে দেবেন্দ্রনাথ রায়কে। ওখানকার এক তৃণমূল নেতা এই ঘটনার পিছনে রয়েছে। ২০২১-এর ভোটের আগে পথের কাঁটা’ সরাতেই দেবেন্দ্রনাথ রায় কে খুন করা হলো। তিনি আরো বলেন বিজেপি সঙ্গে লড়তে পেরে না উঠায় রাজ্যে এভাবে খুনের রাজনীতি শুরু করেছে তৃণমূল এমনটাই অভিযোগ দিলীপ ঘোষের। তার কথায় খুনের রাজনীতি শুরু করেছে তৃণমূল। আমরা এর শেষ দেখে ছাড়বো। রাজ্য পুলিশ দিয়ে তদন্ত করলে চলবেনা। কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করতে হবে।
এদিকে বিন্দোল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বিধায়কের স্ত্রী চাদিমা রায় বলেন, ‘আমার স্বামীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।যারা খুন করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
অপরদিকে বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, ‘আমাদের দলের বিধায়ক কে সুপরিকল্পিতভাবে খুন করা হয়েছে।’ বলে অভিযোগ করেন তিনি।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স