প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ফের পুকুর ভরাট! - Bangla Hunt

প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ফের পুকুর ভরাট!

By Bangla Hunt Desk - July 12, 2020

বালুরঘাট, ১২ জুলাই; বালুরঘাট শহরের মধ্যে প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পুকুর ভরাটের অভিযোগ ঘিরে শোরগোল। অভিযোগ প্রতিবেশীর জায়গার উপর দিয়ে ট্রাক্টরের করে মাটি নিয়ে গিয়ে পুকুরে ফেলছে স্থানীয় ক্লাব সদস্যরা। প্রতিবাদ করায় প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে অনন্ত কুমার সরকার নামে ওই ব্যক্তিকে। বিষয়টি নিয়ে বালুরঘাট থানা, মহকুমা শাসক এবং বিএলআরও’কে অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তি। বালুরঘাট শহরের ১৬ নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়া এলাকার এমন ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।

সূত্রের খবর, বিশ্বাসপাড়া এলাকায় স্থানীয় একটি ক্লাবের নামে রয়েছে ওই পুকুরটি। গত ২৯ তারিখ থেকে যা ভরাটের প্রক্রিয়া শুরু করে ক্লাব কর্তৃপক্ষ বলে অভিযোগ। জানা গেছে পুকুর ভরাটের জন্য ট্রাক্টরে করে মাটি নিয়ে যাওয়া হচ্ছে অনন্ত কুমার সরকারের জায়গার উপর দিয়ে। যার প্রতিবাদ করতেই প্রাণে মারার হুমকি দেয়া হয়েছে ওই ব্যক্তিকে বলে অভিযোগ। ৩০ তারিখে ওই ঘটনার নিয়ে বালুরঘাট থানা এবং মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন অনন্ত কুমার সরকার। যার পর ৭ তারিখে বিএলআরও’কেও নালিশ করেন তিনি। শহরের মধ্যে একটি আস্তো পুকুর কিভাবে ভরাট করা হচ্ছে সেই প্রশ্ন তোলেন অনন্ত কুমার সরকার।

এলাকার বিদায়ী কাউন্সিলর কুন্তল দাস জানিয়েছেন, পুকুর ভরাট হচ্ছে তবে বিষয়টি নিয়ে পৌরসভায় আলোচনায় বসা হয়েছিল। এমন ঘটনা কাম্য নয়, বিষয়টি খতিয়ে দেখবেন।

স্থানীয় ক্লাব সেক্রেটারি মিন্টু মণ্ডল জানিয়েছেন, বাস্তু জমি ভরাট করা হচ্ছিল। তবে পুরসভার নির্দেশে তা বন্ধ করে দেওয়া হয়েছে।

বালুরঘাট মহকুমা শাসক বিশ্বরঞ্জন মুখার্জি এদিন ছুটির দিন থাকায় এবিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর