BREAKING: অমিতাভের পর ছেলে অভিষেক ও করোনা আক্রান্ত হলেন - Bangla Hunt

BREAKING: অমিতাভের পর ছেলে অভিষেক ও করোনা আক্রান্ত হলেন

By Bangla Hunt Desk - July 11, 2020

সুপারস্টার অমিতাভ বচ্চনের করোনা পজিটিভ খবর ছড়িয়ে পড়ার পরেই ইতিমধ্যে উদ্বেগ ছড়িয়েছে। এবার জানা গেল তার ছেলে অভিষেক বচ্চনও করোনায় আক্রান্ত। তারা রিপোর্ট পজিটিভ এসেছে। অভিষেক নিজেই টুইট করে এই কথা জানিয়েছেন।

অভিষেক নিজেই টুইট করে জানিয়েছেন তিনি করোনা পজেটিভ। বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে তিনিও মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে স্ত্রী ঐশ্বর্য, মা জয়া ও কন্যা আরাধ্যার রিপোর্ট নেগেটিভ এসেছে। বাড়ির স্টাফদের ও পরীক্ষা করা হচ্ছে বলে জানা গিয়েছে।

অভিষেক জানিয়েছেন তাঁর ও তাঁর বাবার দুজনেরই সামান্য উপসর্গ রয়েছে। এ নিয়ে অযথা প্যানিক ছড়াতে বারণ করেছেন তিনি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর