হু হু করে কমছে সোনার দাম! কলকাতায় সোনার দাম কত আসুন দেখে নিই - Bangla Hunt

হু হু করে কমছে সোনার দাম! কলকাতায় সোনার দাম কত আসুন দেখে নিই

By Bangla Hunt Desk - July 11, 2020

সোনার দাম হু হু করে কমছে। গত সপ্তাহে সোনার দাম ক্রমেই উঠতে শুরু করেছিল। এ সপ্তাহের শুরুতে সোনার দাম ফের একবার বাড়তে শুরু করলোও এখন তা ক্রমেই নিম্নমুখী। ফলে হতাশ স্বর্ণ ব্যবসায়ীরা।

এদিন এমসিএক্স গোল্ড ফিচার্স ০.০১ শতাংশ কমেছে। ফলে সোনার দাম ৪৮,৮৭২ টাকা গিয়ে দাঁড়িয়েছে। ১০ গ্রামের দাম এদিন সকালে ৪৮,৮৭২ টাকায় গিয়ে দাঁড়ায়।

এদিকে, সোনার দাম এদিন পতনমুখী হলেও , রুপোর দাম এদিন চড়চড় করে বাড়তে থাকে। সিলভার ফিচার্স এদিন ১ কেজিতে বেড়ে দাঁড়িয়েছে ৫১,২১৭ টাকা। ফলে সোনা যেখানে ধরাশায়ী, সেখানে রুপো ক্রমাগত ঊর্ধ্বমুখী।

সোনার দাম এদিন কলকাতায় ছিল ২৪ ক্যারেটে ৪৯,৬৬০ টাকা। অন্যদিকে, ২২ ক্যারেটে সোনার দাম ছিল ৪৮,০৮০ টাকা। ফলে বোঝাই যাচ্ছে যে করোনার লকডাউনের ধাক্কা আর চিন-মার্কিন সংঘাত কোথায় গিয়ে সোনার দামকে ফেলেছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর