পুলিশের এনকাউন্টারে খতম কানপুরের কুখ্যাত অপরাধী বিকাশ দুবে! - Bangla Hunt

পুলিশের এনকাউন্টারে খতম কানপুরের কুখ্যাত অপরাধী বিকাশ দুবে!

By Bangla Hunt Desk - July 10, 2020

কানপুরে ৮ পুলিশ খুনের কুখ্যাত অপরাধী বিকাশ দুবে গ্রেপ্তারের কয়েক ঘণ্টার ব্যবধানে নিহত হল। গতকাল সকালে মধ্যপ্রদেশের মহাকাল মন্দির বিকাশ দুবেকে গ্রেপ্তার করে মধ্যপ্রদেশ পুলিশ। বৃহস্পতিবার রাত্রিবেলা মধ্যপ্রদেশ পুলিশ বিকাশ দুবে কে উত্তরপ্রদেশের পুলিশের কাছে হস্তান্তর করে। উত্তরপ্রদেশের স্পেশাল ফোর্স বিকাশ দুবেকে নিয়ে কানপুরের দিকে রওনা দেয়।

পুলিশ সূত্রে খবর , বিকাশ দুবে কে নিয়ে পুলিশ কানপুর আসার পথে পুলিশের গাড়ি পাল্টি খেয়ে যায় আর তখনই সেই সুযোগ নিয়ে পুলিশের এক কর্মীর অস্ত্র নিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ বিকাশ দুবে কে পালাতে বারণ করলে বিকাশ দুবে পুলিশের উপর গুলি চালায় । তখন পুলিশের পাল্টা গুলিতে এই কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবের মৃত্যু ঘটে।

কানপুরের এই ডন ভেবেছিল উত্তরপ্রদেশের পুলিশের হাতের বাইরে গিয়ে অন্য কোন প্রদেশের পুলিশের হাতে গ্রেপ্তার হলে সে এনকাউন্টার থেকে বেঁচে যাবে।কিন্তু কিন্তু গতকাল থেকেই মনে করা হচ্ছিল বিকাশ দুবে কে মধ্যপ্রদেশ পুলিশ গ্রেপ্তার করলেও উত্তরপ্রদেশ পুলিশের হাতে বিকাশ দুবে আসলে তাকে যে করেই হোক উত্তরপ্রদেশ পুলিশ আদালত পর্যন্ত পৌঁছানোর সুযোগ দেবে না তাকে ইনকাউন্টার এর মাধ্যমে মৃত্যুদন্ড দেবে। আজ ঠিক তাই ঘটল।

পুলিশের এই ইনকাউনটার নিয়ে উত্তরপ্রদেশের যোগী সরকারকে তোপ দাগল একাধিক বিরোধীদলীয় পার্টি। বিরোধীদলীয় পার্টির মতে বিকাশকে জিজ্ঞাসাবাদ করলে , তার অপকর্মে শাসক দলের কোন কোন নেতা মন্ত্রী ও প্রশাসনের কোন আধিকারিকরা সাহায্য করত তা জানা যেত। বিশেষ করে বিজেপির একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রীর নাম সামনে আসতে বলে দাবি করে বিরোধী পার্টি গুলি।

দেখে নেয়া যাক এই বিকাশ দুবে র এনকাউন্টার নিয়ে বিরোধীদলীয় নেতানেত্রীরা কি বলছেন-

কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী টুইট করেন,”অপরাধীর বিনাশ হয়েছে কিন্তু অপরাধ ও অপরাধীদের যারা মদদ দেন , তাদের কি হবে?”

তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র টুইটারে লেখেন ,”যোগীর এনকাউন্টার রাজে একমাত্র নিহত হয়েছে ন্যায়বিচার। আদালতের কাজ বিচার করা । পুলিশের কাজ অভিযুক্তকে আদালতের কাছে হাজির করা। এটা উদ্বেগজনক যে বিজেপির রাজে এই দুটি বিষয়ে গুলিয়ে গেছে।

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেন,”রাস্তায় পুলিশের গাড়ি উল্টে না গেলে উত্তরপ্রদেশে বিজেপি সরকার উল্টে যেত।”

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর