"দাদুকে বলো" কর্মসূচি করেও ভোটে জিতবে না , দিলীপ ঘোষকে খোঁচা জিতেন্দ্র তিওয়ারির - Bangla Hunt

“দাদুকে বলো” কর্মসূচি করেও ভোটে জিতবে না , দিলীপ ঘোষকে খোঁচা জিতেন্দ্র তিওয়ারির

By Bangla Hunt Desk - July 09, 2020

কিছুদিন আগেই আমফানে ক্ষতিগ্রস্থদের সাহায্য করার জন্য তৃণমূলের “দিদিকে বলো” কর্মসূচির অনুকরণে “দিলীপদাকে বলো” কর্মসূচি গ্রহণ করে রাজ্য বিজেপি। আর সেই কর্মসূচিতকেই তৃণমূলের দাপুটে নেতা জিতেন্দ্র তিওয়ারি ব্যঙ্গ করে বলেন “দাদুকে বলো” কর্মসূচি।

আজ আসানসোল তৃণমূল ছাত্র ও যুব সংগঠনের তরফ থেকে
পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সাইকেল মিছিলের আয়োজন করা হয়। আর সেই মিছিলে আমন্ত্রিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা মেয়র জিতেন্দ্র তিওয়ারি। এছাড়া দিনের মিছিলে উপস্থিত ছিল তৃণমূলের জেলা পর্যবেক্ষক কর্নেল দীপ্তাংশু চৌধুরি। তৃণমূল সভাপতি জিতেন্দ্র তিওয়ারি ও কর্ণেল দীপ্তাংশু সবুজ সাথীর সাইকেলে চড়ে মিছিল উদ্বোধন করেন।

সাংবাদিকরা দিলীপ ঘোষের “দাদাকে বলো” কর্মসূচি সম্পর্কে জিতেন্দ্র তিওয়ারি জানতে চায়। তিনি বিজেপির এই কর্মসূচি কে কটাক্ষ সুরে বলেন, দাদুকে বলো কর্মসূচি করেও আগামী বিধানসভায় দিলীপ ঘোষ জিততে পারবে না। বাংলার মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে আগামীতেও থাকবে। এর আগে একাধিকবার তৃণমূলের আসানসোলের দাপুটে নেতা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় বা রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সঙ্গে বাক যুদ্ধে জড়িয়েছেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর