নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত এক বিধায়ক সহ ৩০ জন - Bangla Hunt

নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত এক বিধায়ক সহ ৩০ জন

By Bangla Hunt Desk - July 09, 2020

আজ থেকে দক্ষিন দিনাজপুর জেলার তিনটি পুরসভা ও কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ফের লকডাউন শুরুর মুখে জেলার এক বিধায়ক সহ ৩০ জনের শরীরে করোনার হদিস মিলল।বুধবার রাত্রে মালদা মেডিক্যাল কলেজের ভাইরোলজি বিভাগ থেকে আসা রিপোর্টের ভিত্তিতে দেখা যায় এই ত্রিশ জনের ভেতর ১৯ জন বালুরঘাট এলাকার বাসিন্দা। বাকি ১১ জনের মধ্যে রয়েছে গংগারামপুরের ৪, তপন ২, কুশুমন্ডি ১, হরিরামপুর ১ এবং কুমারগঞ্জ ৩ জন করোনা আক্রান্ত । এদিনের ৩০ জন নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৭৭। জেলায় মোট আক্রান্তদের মধ্যে ২১০ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন

কুমারগঞ্জের তিন জনের মধ্যে রয়েছেন খোদ বিধায়কের নাম। এর আগে অবশ্য তার দুবার বালুরঘাট হাসপাতালে সোয়াব ট্রুনাট মেশিনে পরীক্ষার পর পজিটিভ এসেছিল। সেই রিপোর্টের ভিত্তিতে ফের তার সোয়াব মালদা মেডিক্যাল কলেজের ল্যাবটারিতে পরীক্ষার জন্য পাঠানো হয় জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে। মালদা মেডিক্যাল কলেজের” ভি আর ডি এল” থেকে গতকাল রাত্রে জেলা স্বাস্থ্য দফতরে আসা করোনা পজিটিভ আক্রান্তের নামের তালিকায় কুমারগঞ্জের বিধায়কের নামের পাসে পজিটিভ লেখা রয়েছে বলে জানা গেছে।প্রসংগত কয়েক সপ্তাহ আগে ওই বিধায়ক তার দলের বুনিয়াদপুরে অনুষ্ঠিত একটি বিশেষ সভায় যোগ দিয়েছিলেন। সেই সভায় উপস্থিত ছিলেন করোনায় আক্রান্ত এক যুব সভাপতি। দলের সেই বৈঠকের দুদিন পর ওই যুব সভাপতির দেহে করোনার হদিস মেলায় ওই বৈঠকে হাজির থাকা দলের বেশির ভাগ নেতা নেত্রী ও কর্মীদের এবং সাংবাদিকদের নিয়ে পর পর কয়েকদিন সোয়াব টেস্ট করা হয়। সেই সব সোয়াবের পরীক্ষার রিপোর্ট পর পর কয়েক দিন জেলায় এলে দেখা যায় তাদের মধ্যে বেশির ভাগ নেগেটিভ আসলেও দু জন সাংবাদিক ও কুমারগঞ্জের বিধায়কের নাম পজিটিভের তালিকায় রয়েছে।

এদিকে করোনা পজিটিভ আসা এই ৩০ জনের ২, ৪ ও ৬ ই জুলাই জেলা থেকে এই সোয়াব মালদা মেডিক্যাল কলেজে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল বলে জানা গেছে। শুধু রাজনৈতিক দলের বিধায়ক নন এই আক্রান্তের তালিকায় রয়েছে সরকারি কর্মী থেকে আইনজীবি , সাধারন মানুষ ও বালুরঘাট পুরসভার সাফাই কর্মী ও গাড়ির চালকের দেহে কোরোনার হদিস মিলেছে। আরও অদ্ভুত ব্যাপার এদের কোন বাইরে ঘুড়তে গিয়ে আক্রান্ত হয়ে ফিরেছেন তাও নয়।এমনকি তাদের ছিলনা কোন সিমটম। অপরদিকে বালুরঘাটে যে ১৯ জনের দেহে করোনা আক্রান্তের হদিস পাওয়া গেছে তাদের মধ্যে ৮ জনের বাড়ি বালুরঘাট শহরে বলে জানা গেছে। বাকি ১১ জন বালুরঘাটের গ্রামাঞ্চলে বাড়ি। বুধবার আসা রিপোর্টের ভিত্তিতে দেখা যাচ্ছে বালুরঘাট শহরের ঘাটকালি রোড, পাওয়ারহাউজ, নেপালি পাড়া, বাঘাযতীন কলোনী, দিপালিনগর, খাদিমপুর বটতলাতে একজন করে ও চকভৃগুতে দু’জন করোনা আক্রান্ত হয়েছেন। বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর, গাজিপুর, চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব হরিহরপুর, বোল্লা গ্রাম পঞ্চায়েতের বিকুচ, বানহাট, পতিরাম গ্রাম পঞ্চায়েতের ঝাপুসি, জলঘর গ্রাম পঞ্চায়েতের চককাশিতে একজন করে সংক্রামিত হয়েছেন। চকভৃগু গ্রাম পঞ্চায়েতের চন্দ্র দৌলাতে একজন ও চক চন্দনে দু’জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। কুমারগঞ্জের চকরাম রাই গোপালগঞ্জ, দোড়হা জাকিরপুর, নারায়ণপুরে একজন করে আক্রান্ত হয়েছেন। এছাড়া গঙ্গারামপুরের মোস্তফাপুরে ২, গঙ্গারামপুর শহরে ২, হরিরামপুরের সৈয়দপুরে এক, কুশমন্ডিতে এক এবং তপনে ২ জন সংক্রামিত হয়েছেন। আক্রান্তদের কোভিড হাসপাতালে বা সেফ হোমে চিকিৎসার জন্য নিয়ে আসার তোড় জোর শুরু করেছে জেলা স্বাস্থ্য দফতর।

অন্যদিকে করোনা মোকাবিলায় আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে ফের আপাতত সাত দিন কড়া লকডাউন হতে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলায়। বিকেল পাঁচটা থেকে জেলার তিনটি পৌরসভা পুরো লকডাউন করা হচ্ছে। বালুরঘাটের ২৫ টি ওয়ার্ড, গঙ্গারামপুরের ১৮ ও বুনিয়াদপুরের ১৪টি ওয়ার্ডকেই পুরোপুরি লকডাউন করা হচ্ছে।এছাড়াও গঙ্গারামপুর ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েত, কুমারগঞ্জের ভোঁওড় গ্রাম পঞ্চায়েত এবং হিলির বিনশিরা গ্রাম পঞ্চায়েত সম্পূর্ণ লকডাউন হবে। অত্যাবশ্যকীয় জিনিস ছাড়া সব দোকানপাট বন্ধ থাকবে বলে জানা গেছে । তবে বাস চলাচল করলেও বেশ কিছু বিধি নিষেধ মেনে চলার কথা বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।তবে যে হারে জেলায় করোনা সক্রমন ছড়িয়ে পড়ছে সে দিকে তাকিয়ে জেলার সব মহল থেকেই ফের লকডাউন করার কথা ইতিমধ্যে বলা হচ্ছিল। তাদের বক্তব্য প্রথম দফা লকডাউনের পর এত ছাড় না দিলে হয়তো জেলায় এতটা প্রভাব পড়তো না। কেননা এই জেলা প্রথম দিকে গ্রীন জোনে ছিল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর