কাশ্মীরে সন্ত্রাসবাদীদের নিশানায় বিজেপি, জঙ্গিদের গুলিতে ঝাঁজরা বিজেপি নেতা ও তাঁর পরিবার - Bangla Hunt

কাশ্মীরে সন্ত্রাসবাদীদের নিশানায় বিজেপি, জঙ্গিদের গুলিতে ঝাঁজরা বিজেপি নেতা ও তাঁর পরিবার

By Bangla Hunt Desk - July 08, 2020

কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলায় নিহত হলো বিজেপি নেতা তথা প্রাক্তন জেলা সভাপতি ওয়াসিম বারি ও তার পরিবারের আরো দুই সদস্য। ঘটনাটি ঘটেছে কাশ্মীরের বান্দিপোড়া এলাকায়। বান্দিপোড়া পুলিশ স্টেশনের সামনে ওয়াসিম বাড়ির একটি দোকান রয়েছে। এদিন বিজেপি নেতা ওয়াসিম বারি, তার বাবা বশির আহমেদ এবং ভাই উমর একসঙ্গে ওই দোকানের সামনে বসে ছিল। তখন ঠিক রাত নটা নাগাদ তাদের লক্ষ্য করে একদল জঙ্গি এলোপাথাড়ি গুলি চালায়। গুলির আঘাতে তিনজনেই ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাদের মৃত্যু হয়।

কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং জানায়, নিহত বিজেপি নেতার পরিবারের নিরাপত্তা র জন্য আট জন সুরক্ষা কর্মী ছিল। কিন্তু ঘটনার সময় তাদের কেউই উপস্থিত ছিল না। সুরক্ষা কর্মী আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, সুরক্ষা কর্মীদের জঙ্গিদের সঙ্গে যোগাযোগ ছিল এবং গোটা ঘটনায় তারা খবরা-খবর দিয়ে জঙ্গিদের সাহায্য করে।

কাশ্মীরের মুসলিম বিজেপি সমর্থকদের উপর হামলার ঘটনা নতুন নয়। কাশ্মীরের মুসলিম বিজেপি সমর্থক রা বরাবরই পাকিস্তানের সমর্থিত জঙ্গিদের নিশানায় থাকে। সুযোগ পেলেই জঙ্গিরা তাদের ক্ষতি করার চেষ্টা করে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর