‘শুভেন্দু অধিকারী জিন্দাবাদ’, মলয়-অরূপকে পার্টি অফিসে ঘেরাও করে বিক্ষোভ তৃণমূল কর্মীদের - Bangla Hunt

‘শুভেন্দু অধিকারী জিন্দাবাদ’, মলয়-অরূপকে পার্টি অফিসে ঘেরাও করে বিক্ষোভ তৃণমূল কর্মীদের

By Bangla Hunt Desk - July 08, 2020

২১শের বিধানসভা নির্বাচন যত কাছে আসছে তৃণমূলের অন্দরে গোষ্ঠী কোন্দল বেড়েই যাচ্ছে। বুধবার রাজ্যের ৩ মন্ত্রী অরূপ বিশ্বাস, গৌতম দেব ও মলয় ঘটক জলপাইগুড়িতে যায় জেলা ও ব্লক স্তরে কমিটি তৈরি করার জন্য। নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা মাত্রই। দলীয় কর্মীরা এই কমিটির বিরোধিতা করে তিন মন্ত্রীর সামনেই বিক্ষোভ অবস্থান শুরু করে। নতুন কমিটিতে ময়নাগুড়ির ব্লক সভাপতি ঘোষণা করা হয় মনোজ রায়কে। মনোজ রায়কে ব্লক সভাপতি করা নিয়ে শুরু হয় গোষ্ঠী কোন্দল। বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল নেতা ডালিম রায়ের অনুগামীরা।

তৃণমূলের কর্মীদের বিক্ষোভ এতটা চরম পর্যায়ে চলে যায় যে উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী গৌতম তৃণমূল কার্যালয় ছেড়ে বেরিয়ে গেলেও মন্ত্রী অরূপ বিশ্বাস ও মলয় ঘটক বের হতে পারেনি। রাজ্যের দুই মন্ত্রীকে ঘিরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৃণমূল কার্যালয়কে ঘেরাও করে অবস্থান বিক্ষোভ শুরু করে। কর্মীরা “শুভেন্দু অধিকারী জিন্দাবাদ” বলে স্লোগান দিতে থাকে। এতে পরিস্থিতি আরো অস্বাভাবিক হয়ে যায়। তারা শ্লোগানের মাধ্যমে দাবি জানায়, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে জলপাইগুড়ির ময়নাগুড়িতে দল চলছে , চলবে ।

পরিস্থিতি তৃণমূল নেতাদের হাতের বাইরে চলে যাওয়ায় শেষ পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী ডেকে বিক্ষোভকারী কর্মীদের সরাতে হয়। তারপর পরিস্থিতি স্বাভাবিক হলে রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রীকে ঘেরাও মুক্ত করা হয়। আজকের এই দলীয় কর্মীদের বিক্ষোভ মাধ্যমে তৃণমূলের অন্দরের দলীয় কোন্দল আরো প্রখর ভাবে প্রকাশ্যে এলো। তার সাথে এটাও বোঝা গেল দলের নিচু তলের কর্মীদের মধ্যে শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা অন্যান্য মন্ত্রী-নেতাদের তুলনায় দিন দিন বেড়েই চলছে। এদিনের এই ঘটনার পর তৃণমূল নেতৃত্ব দলের অন্দরে গোষ্ঠী কোন্দল এর কথা স্বীকার না করলেও অস্বীকার করার কোন জায়গা নেই।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর