ফের কড়া লকডাউনের ভাবনা উত্তর ২৪ পরগনায়! নবান্নে প্রস্তাব পাঠাল জেলাশাসক - Bangla Hunt

ফের কড়া লকডাউনের ভাবনা উত্তর ২৪ পরগনায়! নবান্নে প্রস্তাব পাঠাল জেলাশাসক

By Bangla Hunt Desk - July 07, 2020

লকডাউন এর প্রথম কয়েক মাস উত্তর ২৪ পরগনায় করানো ভাইরাসে আক্রান্তের সংখ্যা কম থাকলেও লকডাউন শিথিল হওয়ার পরে সোশ্যাল ডিসটেন্স অনেক ক্ষেত্রেই বিঘ্নিত হয়। যার ফলে জেলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে চিন্তায় পড়েছে উত্তর ২৪ পরগনার প্রশাসন ও জেলা শাসক।

করোনা সংক্রামনের বাড়বাড়ন্ত রোধ করার জন্য আরো কড়া ভাবে লকডাউন লাগু করার জন্য নবান্নে প্রস্তাব পাঠালো এই জেলার জেলাশাসক। জেলাশাসকের এই প্রস্তাবে নবান্নে সুপারিশ করা হয়েছে, সারা জেলায় অবিলম্বে অটো, টোটো, রিক্সা, ট্যাক্সি ও বাস সব ধরনের চলাচল যানবাহন বন্ধ করা হোক। অফিসে শিল্প ও কারখানা গুলির ২০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে পারবে। সমস্ত মার্কেট বন্ধ রাখা হবে কিন্তু কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দোকান খোলা থাকবে।

বর্তমানে পরিস্থিতিতে নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর সম্মতি পেলেই গোটা জেলায় ফের লকডাউন লাগু হতে পারে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর