পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল কংগ্রেস ও সিপিএমের - Bangla Hunt

পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল কংগ্রেস ও সিপিএমের

By Bangla Hunt Desk - July 07, 2020

নিজস্ব সংবাদদা,মালদাঃ- আজ দুপুর ১২ টায় বামনগোলা ব্লক কংগ্রেস ও সিপিআইএম যৌথ উদ্যোগে পাকুয়াহাট কলেজ মোড় থেকে রালি করে এসে পাকুয়াহাট স্যান্ডে কেন্দ্র সরকারের পেট্রোল ও ডিজেল মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচি করেন।অবশেষে ট্রাফিক মোড়ে ৩০ মিনিট রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শনী করা হয়। এই বিক্ষোভ কর্মসূচিতে কংগ্রেস ও সিপিআইএম সমর্থকরা কেন্দ্র সরকারের কাছে পেট্রোল-ডিজেলের কমানোর জন্য আবেদন জানায়।

এদিন উপস্থিত ছিলেন সিপিআইএমের জেলার মহিলা মোর্চার ছবি দে, আরএসপি জেলা সম্পাদক শাকিরুদিন সরকার, সিপিআইএম ব্লক সভাপতি
খগেন বর্মন।বামনগোলা ব্লক কংগ্রেসের সভাপতি হরিপদ বৈরাগী, প্রদেশ কংগ্রেসের সদস্য জয়ন্ত সরকার ও সুভাষ থাপা। এছাড়াও সিপিএম ও কংগ্রেসের বিভিন্ন বিভিন্ন কর্মীরা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর