ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে করোনা যোদ্ধা চিকিৎসক ও নার্সদের হাতে পুষ্পস্তবক তুলে দিল BJMTU - Bangla Hunt

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে করোনা যোদ্ধা চিকিৎসক ও নার্সদের হাতে পুষ্পস্তবক তুলে দিল BJMTU

By Bangla Hunt Desk - July 06, 2020

বাপ্পাই দত্ত; শ্যামাপ্রসাদ মুখার্জীর ১১৯তম জন্মবার্ষিকীতে আজ আরামবাগ সাংঘঠনিক জেলায় ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ানের(BJMTU) পক্ষ থেকে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস পালন করা হল।

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে খানাকুল বিধানসভার ৪৯ নম্বর জেলাপরিষদের নোতীবপুর গ্রামীণ হসপিটালে করোনা যোদ্ধা যারা আজ নিজেদের জীবনকে বাজিরেখে চিকিৎসা ক্ষেত্রে সেবা প্রদান করছে। BJMTU জেলা সভাপতি শুভাশীষ দত্ত হাসপাতালে করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধরত চিকিৎসক , নার্স , প্যারামেডিকেল স্টাফ ও সাফাইকর্মী প্রত্যেকের উদ্দেশ্যে পুষ্পস্তবক দিয়ে তাদের সম্মান জানান। তাছাড়া করোনায় জরুরি পরিষেবায় নিযুক্তদের জন্য PPE কীট তুলে দেওয়া হয় ওই হসপিটালের ডক্টর রক্তিম চ্যাটার্জি ও প্রধান নার্স এর হাতে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী কালীপদ অধিকারী , BJMTU ৪৯ zp সভাপতি গণেশ ঘোড়ুই , ৪৮ zp সভাপতি রাজা কোলে ও জেলা সেক্রেটারি অচিন্ত মানিক ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর