ভেঙে গেল বেহুলা নদীর অস্থায়ী রিংবাঁধ , জল ঢুকতেই বন্যা আতঙ্কে গ্রামবাসী - Bangla Hunt

ভেঙে গেল বেহুলা নদীর অস্থায়ী রিংবাঁধ , জল ঢুকতেই বন্যা আতঙ্কে গ্রামবাসী

By Bangla Hunt Desk - July 06, 2020

নিজস্ব সংবাদদা মালদাঃ বর্ষার ঢুকলেই পশ্চিমবঙ্গের নানা অঞ্চলে নদী বাঁধ ভাঙার ঘটনা সামনে আসে। বর্ষায় নদীর জল ঢুকে যাতে ফসল নষ্ট না করে তার জন্য নানা জায়গায় অস্থায়ী রিংবাঁধ দেওয়া থাকে। আর এই ধরনের একটি বাঁধ ভেঙে গিয়ে বিপত্তিতে পড়ে গাজনের কাঞ্চননগর এলাকার বাসিন্দারা।

রবিবার রাতে গাজলের কাঞ্চননগর এলাকায় বেহুলা নদীর জলের স্রোতে ভেঙে যায় অস্থায়ী রিংবাঁধ। বাঁধ ভাঙ্গার ফলে জল ঢুকতে আরম্ভ করেছে কাঞ্চননগর , বিনোদপুর ও শ্রীকৃষ্ণপুর এলাকায়। গ্রামের বাড়ি গুলিতে জল না ঢুকলেও, ভেসে গেছে অনেক একর জমির ফসল। রাস্তার জলমগ্ন হওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে কয়েকটি গ্রামের যাতায়াত ব্যবস্থা। তাই সাধারণ মানুষ যাতায়াতের জন্য নৌকা ব্যবহার করছে। বাঁধ ভেঙে যাওয়ায় বন্যার আতঙ্কে ভুগছে এই অঞ্চলের বাসিন্দারা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর