মানুষকে সচেতন করতে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি - Bangla Hunt

মানুষকে সচেতন করতে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি

By Bangla Hunt Desk - July 05, 2020

হরিরামপুর: দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের তত্ত্বাবোধনে হরিরামপুর থানার পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে একটি রেলি বের করা হয়। হরিরামপুর থানার সকল সিভিক ভোলেন্টিয়ারদের নিয়ে এই রেলি করা হয়। তাতে পা মেলান হরিরামপুর থানার পুলিশ অফিসাররা।

এদিনের রেলি সারা হরিরামপুর পরিক্রমা করার পর হরিরামপুর চৌপথীতে এসে শেষ হয়। এই রেলির পাশাপাশি সাধারণ মানুষদের মধ্যে পুলিশের তরফ থেকে মাস্ক বিলি করা হয়। বাইক চালানোর ক্ষেত্রে যেমন হেলমেট পড়া ও গাড়ি চালানোর সময় সিট বেল্ট লাগানো পরামর্শ দেওয়া হয়। এই নিয়ম মেনে চললে দুর্ঘটনার সময় জীবনের ঝুঁকি অনেক টাই কমে যায়। এছাড়া বেপরোয়া গাড়ি না চালানোর জন্য ও বাইরে বাড়ির বাইরে বেরোলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করার জন্য এলাকাবাসীর কাছে অনুরোধ জানানো হয়। এইসব বিষয় নিয়ে মানুষ কে আরও বেশি সচেতন করার লক্ষ্যে এদিনের এই পদযাত্রা বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয় ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর