তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র হালিশহর! ভাঙচুর অর্জুন সিংহের গাড়ি - Bangla Hunt

তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র হালিশহর! ভাঙচুর অর্জুন সিংহের গাড়ি

By Bangla Hunt Desk - July 05, 2020

উত্তর ২৪ পরগনার বীজপুর থানার অধীনে হালিশহরের বোলদেঘাটা অঞ্চলে তৃণমূল-বিজেপি সংঘর্ষ রণক্ষেত্র এলাক। ঘটনাটি ঘটে রাত সাড়ে আটটার নগাদ। ব্যারাকপুরে বিজেপি সাংসদ অর্জুন সিং অভিযোগ জানায়, তিনি হালিশহরের বিজেপি নেতা রাজা দত্তের বাড়িতে দলীয় কর্মীদের নিয়ে শ্যামাপ্রসাদ রায়ের জন্মদিন উপলক্ষে একটি বৈঠকে বসেন। সেই সময় তৃণমূলের কর্মীরা বাইরে থাকা তার গাড়িতে ও রাজা দত্তের বাড়িতে ভাঙচুর চালায়।

স্থানীয় সূত্রে জানা যায় , তারপরই উত্তেজিত বিজেপি কর্মীরা বোলদেঘাটায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। ইতিমধ্যেই দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

এদিকে তৃণমূলের তরফ থেকে বলা হয়, বিজেপি কর্মীরা তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক সুবোধ অধিকারী বাড়ি ও বেশ কিছু তৃণমূল সমর্থকের বাড়িতে ব্যাপক ভাঙচুর করে। রীতিমতো বিজেপি কর্মীরা তাণ্ডব চালায় বলে অভিযোগ তৃণমূলের।

অন্যদিকে বিজেপি সাংসদ অর্জুন সিং অভিযোগ করেন, তিনি যখন বৈঠক করছিলেন তার গাড়িতে সুবোধ অধিকারীর নেতৃত্বে তৃণমূলের কর্মীরা ভাঙচুর চালায় ও একজন কর্মীর বাড়িতে ভাঙচুর চালায় এবং বেশ কয়েকজন কর্মীকে মারধোর করা হয়।

রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে হালিশহরের বোলদেঘাটা উত্তপ্ত হয়ে যায়। চলে ব্যাপক বোমাবাজি। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি। ব্যারাকপুর কমিশনারের জয়েন সিপি অজয় ঠাকুরের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং সাংসদ অর্জুন সিংকে ওই এলাকা থেকে সরিয়ে দেয়।

গোটা ঘটনা নিয়ে নৈহাটির তৃণমূলের বিধায়ক পার্থ ভৌমিক জানান, “অর্জুন সিং এর নেতৃত্বে যখন রাজা দত্তের বাড়িতে বৈঠক চলছিল বিজেপি কর্মীরা তখন তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। তৃণমূল নেতা সুবোধ অধিকারীর গাড়িতে ভাঙচুর করা হয়।”

গোটা ঘটনাটি নিয়ে তৃণমূল ও বিজেপি একে অপরের দিকে অভিযোগ তুলছে। অভিযোগ ও পাল্টা অভিযোগে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে হালিশহর। গত বছর লোকসভা নির্বাচনের পরে হালিশহর পৌরসভা দখল করে নেয় বিজেপি। তারপরে ফের আবার হালিশহর পৌরসভা পুনর্দখল করে তৃণমূল। তৃণমূল পৌরসভা পুনর্দখলের পর থেকেই এলাকা দখল নিয়ে মাঝেমধ্যেই তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ লেগেই থাকে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর