'প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডর আত্মনির্ভর নিধি' প্রকল্প চালু হোক বাংলায়, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি জানালেন বাবান ঘোষ - Bangla Hunt

‘প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডর আত্মনির্ভর নিধি’ প্রকল্প চালু হোক বাংলায়, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি জানালেন বাবান ঘোষ

By Bangla Hunt Desk - July 05, 2020

বাপ্পাই দত্ত:- লকডাউনের ফলে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিযায়ী শ্রমিক এবং হকারদের নতুন করে ব্যবসা শুরু করার জন্য ‘প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডর আত্মনির্ভর নিধি’ নামক নতুন প্রকল্প চালু করেছে। মাত্র ১০ হাজার টাকা সামান্য সুদে ব্যাংকের ঋণ পাবে হকাররা। তবে এই ঋণ গ্রহণ কারীদের অবশ্যই ভারতের পরিচয়পত্র থাকতে হবে। কিন্তু দেশের অন্যান্য রাজ্যে হকাররা এই সুবিধা পেলেও বাংলায় কিন্তু এখনো পর্যন্ত এই প্রকল্প চালু হয়নি। তাই বাংলার হকাররা ঋণের জন্য ব্যাংকে আবেদন করতে পারছেন না। কারণ রাজ্যে হকারদের পূর্ণাঙ্গ তালিকা নেই। উপযুক্ত প্রমাণ না থাকায় বাংলার হকাররা যাতে ‘প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডর আত্মনির্ভর নিধি’ প্রকল্প থেকে বঞ্চিত না হয় তার জন্য ভারতীয় জনতা পার্টির ট্রেড ইউনিয়ন হিসেবে সুপরিচিত ভারতীয় মজদুর ট্রেড ইউনিয়ন রাজ্য সভাপতি ‘বাবান ঘোষ’ এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। বাবান ঘোষ জানিয়েছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা কেন্দ্র সরকারের ‘রোজগার যোজনা’ থেকে বাদ হয়ে গিয়েছে। কিন্তু পরিযায়ী শ্রমিকরা যেন কেন্দ্রীয় হকার ঋণ প্রকল্প থেকে বঞ্চিত না হয়। এই রাজ্যের হকাররা তার জন্য BJMTU তরফ থেকে ‘বাবান ঘোষের’ নেতৃত্বকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। সূত্রের খবর কলকাতাসহ ১৩১ টি পৌরসভায় প্রায় ২০ লক্ষ হকার আছে। তাদের ডকুমেন্টস পাওয়া সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত বাংলার হকারদের কেন্দ্রীয় প্রকল্পের এই সুবিধা পেতে অপেক্ষা করতে হবে। কিন্তু সোজাসাপ্টা ভাবে ‘বাবান ঘোষ’ জানিয়ে দেন রাজ্যে যেহেতু হকারদের কোন পূর্ণাঙ্গ তালিকা নেই, তাই আমরা আমাদের কাছে থাকা হকারদের তালিকা সেক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিতে রাজি। সেই জন্য বাংলার হকারদের কথা ভেবে মুখ্যমন্ত্রীকে সাহায্য করার জন্য BJMTU তরফ আবেদন করা হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর