রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প! - Bangla Hunt

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প!

By Bangla Hunt Desk - February 25, 2020

আজ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ভারত সফরের দ্বিতীয় দিন তথা শেষ দিন । আজ সকালেই সস্ত্রীক ট্রাম্প পৌঁছন যান রাষ্ট্রপতি ভবনে। রাষ্ট্রপতি ভবন সস্ত্রীক ট্রাম্প উষ্ণ অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রেসিডেন্ট ট্রাম্পকে গার্ড অব অনার দেওয়া হয় । তারপর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রেসিডেন্ট ট্রাম্প ও মেলানিয়াকে পরিচয় করিয়ে দেন ভারতের প্রতিনিধিদের সাথে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথে সাক্ষাৎকার শেষে রাষ্ট্রপতি ভবন ছেড়ে বেরিয়ে যান ট্রাম্প।

রাষ্ট্রপতি ভবন থেকে সকাল ১০টা নাগাদ রাজঘাটের উদ্দেশে রওনা দেন ডোনাল্ড ট্রাম্প ।প্রায় ৩০ মিনিটের বেশি রাজঘাটে কাটানোর পর সস্ত্রীক ট্রাম্প হায়দরাবাদ হাউসে পৌঁছন।ট্রাম্প ও মেলানিয়া গাঁধীজির স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করেন। ভারতের প্রতিনিধিরা তাঁদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয় গাঁধীজির মূর্তি। ট্রাম্প রাজঘাট একটি বৃক্ষ রোপন করেন।ভিজিটর্স বুকে ট্রাম্প ও মেলানিয়া তাদের মন্তব্য লেখেন ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর