উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় বিজেপিতে বড়সড় ভাঙ্গন! বিজেপি ছেড়ে তৃণমূলে ২০০ জন কর্মী-সমর্থক - Bangla Hunt

উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় বিজেপিতে বড়সড় ভাঙ্গন! বিজেপি ছেড়ে তৃণমূলে ২০০ জন কর্মী-সমর্থক

By Bangla Hunt Desk - June 23, 2020

নিজস্ব সংবাদদাতা, বাপ্পাই দত্ত ; এবার উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় বিজেপিতে বড়সড় ভাঙ্গন। প্রায় ২০০ জন বিজেপি কর্মী সমর্থক দল ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। এতে উত্তর ২৪ পরগনা বিজেপি শিবির বড়সড় ধাক্কা খেলো বলেই মনে করা হচ্ছে। বিজেপি কর্মী ও সমর্থকরা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হতেই তারা বিজেপি ছেড়ে তৃণমূলে কংগ্রেসে যোগদান করলেন।

এদিন উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় বিজেপির সাংগঠনিক জেলা নেতা অনুপম দাস ও নেত্রী বাসন্তি ঘোষের নেতৃত্বে হাড়োয়ার বিভিন্ন জায়গা থেকে ২০০ জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উত্তর ২৪ পরগনার হাড়োয়ার বিধায়ক হাজী নুরুল ইসলাম, এবং উপস্থিত ছিলেন ব্লক সভাপতি শফিক আহমেদ, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূষণ চন্দ্র দাস। বিজেপি কর্মীরা তৃণমূলে যোগদান করে বলেন আমফান ক্ষতিগ্রস্তদের জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছেন এবং এক দিকে করোনা আর এক দিকে আমফান বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে পর্যাপ্ত পরিমাণ ত্রাণের ব্যবস্থা করেছেন তাতে তারা উদ্বুদ্ধ হয়েছে। আগামী দিনে তৃণমূল কংগ্রেস ও সরকারের উন্নয়নের কর্মযজ্ঞের শামিল হতে তারা আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে বলে জানিয়েছেন তারা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর