"দেশের জন্য সর্বোচ্চ বলিদান দেওয়া জাওয়ানদের ন্যায়বিচার পাওয়া উচিত", মন্তব্য প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের - Bangla Hunt

“দেশের জন্য সর্বোচ্চ বলিদান দেওয়া জাওয়ানদের ন্যায়বিচার পাওয়া উচিত”, মন্তব্য প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের

By Bangla Hunt Desk - June 22, 2020

লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের মধ্যে সংঘর্ষে শহীদ সেনাদের নিয়ে মুখ খুলল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মনমোহন সিং দেশের জন্য বলিদান দেওয়া শহীদদের নিয়ে মন্তব্য করে বলেন,” দেশের জন্য সর্বোচ্চ বলিদান দেওয়া কর্নেল বীর সন্তোষ বাবুসহ বাকি শহীদ বীর সেনাদের ন্যায়বিচার পাওয়া উচিত।”

মনমোহন সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যকে নিশানা করে বলেন, রাষ্ট্রীয় সুরক্ষা নিয়ে বলার সময় প্রধানমন্ত্রীকে সব সময় সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন, পিএম মোদি নিজের মন্তব্যের দ্বারা চীনকে নির্দোষ প্রমাণ করার সুযোগ তৈরি করে দিচ্ছে। কেন্দ্র সরকারকে এটা সুনিশ্চিত করতে হবে ,
সব রাজ্যগুলিকে নিয়ে এই সংকটের মোকাবিলা করা হচ্ছে।

বিজেপি এবং নরেন্দ্র মোদি মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন একাধিকবার নানা ইস্যুতে মনমোহন সিংকে আক্রমণ করার সুযোগ ছাড়েনি। এমনকি বিজেপি মনমোহন সিংকে একাধিকবার সোনিয়া গান্ধীর হাতের কাঠপুতুল বলে কটাক্ষ করেন। নরেন্দ্র মোদি মুম্বাই জঙ্গি হামলার ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে তীব্র ভাষায় আক্রমণ করে চুড়ি পরার পরামর্শ দেন। তখন মোদীজি মনমোহন সিংকে কটাক্ষ করে মন্তব্য করেন , এই ধরনের হামলার জবাব দেওয়ার জন্য ৫৬ ইঞ্চি ছাতির প্রয়োজন। কিন্তু আজ যখন লাদাখে ২০ জন ভারতীয় সৈনিক শহীদ হয়েছে এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীরব কেন? কোথায় গেল মোদিজির ৫৬ ইঞ্চি ছাতি ?প্রশ্ন তুলছে অনেকেই।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর