গ্রামে ঢোকার একমাত্র কাঁচা রাস্তাটি পাকা করার দাবিতে পথ অবরোধ করল স্থানীয়রা - Bangla Hunt

গ্রামে ঢোকার একমাত্র কাঁচা রাস্তাটি পাকা করার দাবিতে পথ অবরোধ করল স্থানীয়রা

By Bangla Hunt Desk - June 21, 2020

কুমারগঞ্জ ২১ জুন ; গ্রামে ঢোকার একমাত্র কাঁচা রাস্তা পাকা করার দাবিতে গাছের গুড়ি ফেলে অবরোধ করে আন্দোলনে নামলেন কয়েকশো বাসিন্দা। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের ২নং সমজিয়া গ্রাম পঞ্চায়েতের ডাংগারহাট এলাকার আমতলী মোড়ের ঘটনা। এদিকে সাফানগর ডাংগারহাট রাস্তা অবরোধের জেরে দুদিকেই আটকে পরে ওই ব্যাস্ততম রাস্তায় চলাচলকারি যানবাহন। খবর পেয়ে স্থানিও তৃনমুল নেতৃত্ব ও পুলিশ ঘটনাস্থলে এসে স্থানিও বাসিন্দাদের বুঝিয়ে অবরোধ তুলে নেবার আবেদন জানালেও তাতেও বরফ গলেনি বাসিন্দাদের। তাদের অভিযোগ কুমারগঞ্জ ব্লকের ২ নং সমজিয়া অঞ্চলের ডাংগারহাট পার্শ্ববর্তি কাটলা, কানুরা মাঝখানে ডাংগারহাট থেকে পশ্চিমে চলে গেছে যে কাচা রাস্তা। দীর্ঘ কয়েক দশক ধরে এই রাস্তা কাচাই থেকে গেছে, অথচ এই রাস্তার উপর নির্ভরশীল কয়েকটি গ্রামের বেশ কয়েক হাজার মানুষ।

সমজিয়া গ্রামপঞ্চায়েত প্রধান, জয়নুর বেওয়া চৌধুরী সহ এলাকার বাসিন্দাদের অভিযোগ রাস্তা সংস্কারের জন্য পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন সর্বস্তরে জানিয়েও কোনো ফল না পাওয়ায় এদিন আমতলী মোড় এলাকায় সাফানগর – ডাংগারহাট সড়ক অবরোধ করেন তারা। এদিন সকাল থেকেই ওই অবরোধের জেরে ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। বেহাল রাস্তার কারণে দীর্ঘদিন ধরে এই সব এলাকার গ্রামের কয়েক হাজার বাসিন্দা চরম অসুবিধায় পড়েন। তাদের আরও অভিযোগ গ্রাম গুলিতে যাওয়ার ৪ কিমি কাঁচা রাস্তা বছরের যেকোন সময়েই সামান্য বৃষ্টি হলে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। যাকে ঘিরে এলাকার মানুষজন ব্যাবসা বাণিজ্য থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় কাজকর্মও করতে ব্যর্থ হন। স্কুল কলেজ সহ অফিস যাবার ক্ষেত্রে চরম নাকাল হতে হয় বাসিন্দাদের। এমনকি অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাবার জন্য অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে চায়না ওই গ্রামে। এমন ঘটনায় সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে গ্রামে । যার প্রতিবাদেই এদিনের অবরোধ।

যদিও স্থানিও তৃনমুল নেতৃত্ব স্থানিও গ্রামবাসিদের দাবির বিষয়টি স্বিকার করে নিয়ে বলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে কিছু ফান্ড দেওয়া হয়েছে। তবে পুরো রাস্তা নয় মাত্র এক কিমি রাস্তা পাকা করার ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে, লকডাউন ও বর্ষার দরুন কাজ আরম্ভ করা সম্ভব হচ্ছে না বলে তিনি জানান।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর