"হিংসা ছাড়া পৃথিবীতে কোনো দিন কোনো সমস্যা সমাধান হয়নি" ফের উস্কানিমূলক মন্তব্য দিলীপ ঘোষের - Bangla Hunt

“হিংসা ছাড়া পৃথিবীতে কোনো দিন কোনো সমস্যা সমাধান হয়নি” ফের উস্কানিমূলক মন্তব্য দিলীপ ঘোষের

By Bangla Hunt Desk - June 21, 2020

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজ বিশ্ব যোগ দিবস উপলক্ষে ইকো পার্কে যোগাসনের অনুষ্ঠানে অংশ নেন। সেখানে দিলীপ ঘোষসহ রাজ্য বিজেপির একাধিক নেতা কর্মীরা নানান ধরনের যোগ ব্যায়ামের মাধ্যমে বিশ্ব যোগা দিবস পালন করেন। যোগ দিবস নিয়ে দিলীপ ঘোষ বলেন,”করোনা আবহে সুস্থসবল থাকতে যোগই বড় মাধ্যম। করোনা চ্যালেঞ্জ গ্রহণ করে, যোগের মাধ্যমে সকলকে সুস্থ থাকতে হবে।”

যোগ দিবসের অনুষ্ঠানে ফের বেফাঁস মন্তব্য করে ফেলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তার উসকানিমূলক মতামতের সমর্থন টানতে নিজের মন্তব্যের সঙ্গে মহাভারতে তুলনা করেন। তার মতে শান্তির মাধ্যমে কখনো কোনো কিছু সমাধান হয় না। শুধুমাত্র হিংসাই কোনো সমস্যার সমাধানের পথ। দিলীপ ঘোষ বলেন, হিংসার মাধ্যমে প্রতিরোধে না করে কেউ যদি ভাবে, মন্ত্র জব করলেই প্রতিরোধ হয়ে যাবে। তাহলে মানুষ তাকে নির্বোধ ও কাপুরুষ ভাববে। দিলীপ ঘোষ প্রশ্ন করেন , তাহলে কি ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ করে ভুল করেছিলেন? তিনি আরো জানান, যারা কাপুরুষ তারা ক্ষমা করে দেওয়ার কথা বলেন। হিংসা ছাড়া পৃথিবীতে কোনো দিন কোনো সমাধান হয়নি।

এদিন দিলীপ ঘোষ চীনকে নিশানা করে বলেন,”আজ যদি আমরা চিনকে হিন্দি-চিনি ভাই-ভাই বলি, তাহলে দেশের আরও কিছুটা চিন নিয়ে নেবে। যে যে ভাষায় কথা বোঝে, তাকে সে ভাষায় জবাব দেওয়া উচিত।”

কিন্তু দিলীপ ঘোষের এই ধরনের উস্কানিমূলক মন্তব্যে চিন্তিত বাংলার শিক্ষিত মহলে। কখন আবার হিংসা সৃষ্টি হয় সারা বাংলা জুড়ে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর