করোনা আক্রান্ত বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক মারশাফি বিন মুর্তাজা! - Bangla Hunt

করোনা আক্রান্ত বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক মারশাফি বিন মুর্তাজা!

By Bangla Hunt Desk - June 20, 2020

বিশ্বের অন্য দেশ গুলির মতো বাংলাদেশেও দিন দিন করোনা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। এদিন করোনা পজেটিভ রিপোর্ট আসে বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক মারশাফি বিন মুর্তাজার। সোশ্যাল মিডিয়া একটি পোষ্টের মাধ্যমে তিনি ভক্তদের একথা জানান। মাশরাফি বিন মুর্তাজা জানান,” বাংলাদেশ আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। আমরা সবাই ঘর থেকে যাতে বিনা প্রয়োজনে বের না হই।”

মাশরাফি জানিয়েছে তিনি বর্তমানে ঘরে থেকেই চিকিৎসা নিচ্ছেন এবং প্রয়োজনীয় বিধি নিষেধ মেনে চলছেন। করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতা বৃদ্ধির জন্য আবেদন জানিয়েছেন। তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন তার জন্য ভক্তদের কাছে আশীর্বাদ চেয়েছেন।

ভারতের মতোই বাংলাদেশও প্রতিদিন করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে। লকডাউন শিথিল করার পরে সংক্রামনের সংখ্যাও বেড়েছে। বাংলাদেশ করোনা আক্রান্তের সংখ্যা ১০৬০০০ , সেরে উঠেছে ৪২৯৪৫ জন এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৩৮৮ । সারা বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৮০ লক্ষেরও (8.69M)বেশি , সেরে উঠেছে ৪০ লক্ষ্যেরও(4.27M) বেশি মানুষ এবং মৃতের সংখ্যা চার লক্ষ পঞ্চাশ হাজার(461K) ছাড়িয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর