হাসিমারা সেনাছাউনিতে এসে পৌছালো শহীদ বীর 'বিপুল রায়ের' কফিনবন্দি দেহ - Bangla Hunt

হাসিমারা সেনাছাউনিতে এসে পৌছালো শহীদ বীর ‘বিপুল রায়ের’ কফিনবন্দি দেহ

By Bangla Hunt Desk - June 19, 2020

আলিপুরদুয়ার, ১৯ জুন ; লাদাখ সীমান্তে চিনা হামলায় শহিদ ‘বিপুল রায়ের’ কফিন বন্দি পার্থিব শরিরকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য সকাল থেকেই বিন্দিপাড়া গ্রামে হাজির আলিপুরদুয়ার সহ আশপাশের শহরের মানুষজন।
তাদের হাতে জাতীয় পতাকার পাশাপাশি অমর রহে উত্তরবঙ্গের ভূমিপুত্র ‘বিপুল রায়’ সহ ভারত মাতার জয়ধ্বনিতে মুহমুহ মুখরিত হয়ে উঠছে বিন্দিপাড়া গ্রাম।

এদিকে গতকাল রাত দশটা নাগাদ শহিদ বিপুল রায়ের কফিন বন্দি দেহ চন্ডিগড় থেকে বাগডোগরা বিমানঘাটি হয়ে সড়ক পথে হাসিমারা সেনা ছাউনিতে নিয়ে এসে রাখা হয়। সেখান থেকে আজ দেহ নিয়ে আসা হবে তার গ্রাম বিন্দিপাড়াতে। দুপুর গড়িয়ে সেই কফিন বন্দি দেহ বিপুল রায়ের গ্রামে আসতে আসতে বিকেল হয়ে যাবে।
ইতিমধ্যেই বিন্দিপাড়া গ্রামের মাঠে শহিদ বিপুল রায়কে সবাই শেষ চোখের দেখা ও শ্রদ্ধা জানাতে পারে তার জন্য মঞ্চ তৈরি করে রাখা হয়েছে।

বিন্দিপাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া গদাধর নদীর পারের শ্মশানে হবে শহিদের অন্ত্যেষ্টি। সেখানেই গান স্যালুট দিয়ে সেনা বাহিনীর তরফে বিপুল রায়কে শেষ শ্রদ্ধা জানানো হবে বলে স্থানিও সুত্রে জানা গেছে।

এখন শুধু গ্রামের বীর ছেলের ফিরে আসার অপেক্ষায় গ্রামের মানুষের পাশাপাশি সমগ্র আলিপুরদুয়ার সহ আশপাশের জেলার বাসিন্দারা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর