রাজ্য সরকারের প্রশংসায় রাজ্যপাল! সকলকে রাজ্য সরকারের পাশে থাকার জন্য আহ্বান - Bangla Hunt

রাজ্য সরকারের প্রশংসায় রাজ্যপাল! সকলকে রাজ্য সরকারের পাশে থাকার জন্য আহ্বান

By Bangla Hunt Desk - June 18, 2020

গতকাল বুধবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকড় এর মুখে শোনা গেল রাজ্য সরকারের প্রশংসা। হঠাৎ রাজ্য সরকারকে তুলোধোনা ছেড়ে রাজ্যপালের গলায় অন্য সুর শুনে অবাক রাজ্যবাসী। এতদিন তো কাটমানি, শিক্ষা , আইনশৃঙ্খলা , করোনা মোকাবিলা ও পরিযায়ী শ্রমিক ইস্যুতে একাধিকবার রাজভবন-নবান্ন বাকযুদ্ধে জড়ায়। হঠাৎ একি হলো রাজ্যপাল জাগদীপ ধনকড়ের, রাজ্যবাসীকে সরকারকে সাহায্য করার বার্তা!

বুধবার সস্ত্রীক রাজ্যপাল ধনকড় দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে যান। পুজো দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের জানান,”কোভিড আর আমফানের মধ্যেই ভিন রাজ্যগুলি থেকে শ্রমিকরা রাজ্যে ফিরেছেন। তাঁদের জন্য রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে। ঈশ্বরের কাছে আমি এটাই প্রার্থনা করি , রাজ্য সরকার এই পরিস্থিতি মোকাবেলায় আরো বল পাক। এই কোভিড আর আমফানের বিরুদ্ধে সরকারের সঙ্গে মিলে যেন কাজ করতে পারি।”

তিনি আরো জানান,” বর্তমান পরিস্থিতিতে রাজ্যবাসীকে সরকারের সঙ্গে থাকতে হবে। সবাইকে এই সংকটপূর্ণ পরিস্থিতিতে একসঙ্গে চলতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ জানাই, এই দুঃসময়ে পশ্চিমবঙ্গকে সহযোগিতা করুন। যদি গোটা ভারতবর্ষে আজ পশ্চিমবঙ্গকে সাহায্য করে তাহলে ভবিষ্যতে পশ্চিমবঙ্গ ভারতবর্ষকে সাহায্য করবে। বাংলার অবস্থান চিরকালই শীর্ষে ছিল আর শীর্ষে থাকবে।” রাজ্যপালের এই বক্তব্য শুনে বোঝা যাচ্ছে গ্রীস্মের গরমে রাজভবন নবান্নের মধ্যে বরফ কিছুটা হলেও গলতে শুরু করেছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর