করোনা কোপ! পুরীর রথযাত্রা স্থগিতের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট - Bangla Hunt

করোনা কোপ! পুরীর রথযাত্রা স্থগিতের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

By Bangla Hunt Desk - June 18, 2020

করোনার জেরে এবছর পুরীর রথযাত্রা হচ্ছে না। বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট পুরীর রথযাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করল। পুরীর রথযাত্রা উপলক্ষে প্রতিবছর লক্ষাধিক মানুষের সমাগম হয়। এবছর রথযাত্রা হলে করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। তাই এ বছর পুরীর রথযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট।

আদালতের কথায় করোনা আবহে অলিম্পিক বন্ধ রাখা হয়েছে। তাহলে রথযাত্রা কেন বন্ধ রাখা যাবে না। জনস্বার্থেই এবছর রথযাত্রা স্থগিত রাখার কথা জানিয়ে দেয় দেশের সর্বোচ্চ আদালত।

আগামী ২৩ শে জুন এই রথযাত্রা শুরু হওয়ার কথা। প্রত্যেক বছরের মতো এ বছরও লক্ষাধিক মানুষের ভিড় হওয়ার কথা। কিন্তু মন্দির কর্তৃপক্ষের দাবি এবছর খুব জোর ১০ হাজার লোক জমায়েত করবেন তারা। কিন্তু মন্দির কর্তৃপক্ষের এই যুক্তি টেকেনি আদালত। তারপরে আদালত রথযাত্রা স্থগিতের পক্ষে রায় দেন। সূত্রের খবর রথযাত্রা বন্ধ থাকলেও মন্দিরের ভিতরেই এবছর রথ যাত্রার আচার-অনুষ্ঠান পালন করা হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর