লাদাখের দুর্গম পাহাড়ে অতর্কিতে চিনা সেনার হামলায় শহীদ হলেন বাংলার বীর যুবক - Bangla Hunt

লাদাখের দুর্গম পাহাড়ে অতর্কিতে চিনা সেনার হামলায় শহীদ হলেন বাংলার বীর যুবক

By Bangla Hunt Desk - June 17, 2020

শামুকতলা ১৭ জুন ; শেষবার বাড়িতে এসেছিলেন গত ডিসেম্বর মাসে। এবার তিনি ফিরছেন শেষ বারের মতো, তবে কফিন বন্দী হয়ে। তিনি আলিপুর দুয়ারের টটপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিন্দিপাড়ার বাসিন্দা বীর শহীদ বিপুল রায়। ১৯ বছর আগে অনেক আশা নিয়ে দেশ রক্ষার শপথে যোগ দিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর সিগনাল রেজিমেন্টে।কৃষক পরিবারের ছেলে সরাসরি ভাবে সেনাবাহিনীতে যোগ দেওয়ায় পরিবার আর গ্রামের গর্বের শেষ ছিল না। কিন্তু তাঁর ওই আকস্মিক বিদায়ে শোকে মুহ্যমান গোটা গ্রাম।মঙ্গলবার রাতে বিপুলের শহীদ হওয়ার দুঃসংবাদ জানানো হয় পরিবারকে। তখন থেকেই কন্নার রোল ওঠে বাড়িতে। ভোরের আলো ফুটতেই গোটা গ্রাম ভেঙে পড়ে ওই বীর জওয়ানের বাড়িতে। মাত্র এক মাস আগেই ভারত-চীনের লাদাখ সীমান্তে পাঠানো হয়েছিল দিল্লিতে কর্মরত ওই সৈনিককে। মঙ্গলবার চিন সেনার অতর্কিত আক্রমণের মুখে ২০ জন বীর জওয়ানের সাথে শহীদ হতে হয় আলিপুরদুয়ারের প্রত্যন্ত গ্রামের ৩৫ বছরের যুবক বিপুল রায়কে। নিথর হয়ে তিনি এখন শেষ শয্যায় লাদাখের দুর্গম পাহাড়ে, স্ত্রী ও পাঁচ বছরের শিশুকন্য দিল্লির সেনাছাউনির আবাসনে, আর গ্রামের বাড়িতে বিলাপ করছেন বৃদ্ধ বাবা, মা ও পরিবার পরিজন। অথচ এই চরম বিপদের সময় অসহায় স্ত্রী ও কন্যার পাশে দাঁড়ানোর কেউ নেই। এই বিষয়টিই এখন মরমে মারছে বিপুলের পরিবারকে। ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসন থেকে শুরু করে, জনপ্রতিনিধি অথবা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দফায় দফায় আসছেন ওই শহীদের বাড়িতে। মিলছে নানান আশ্বাস কিন্তু সব কিছুর উর্ধে ঘরের ছেলের ওই মর্মান্তিক বিদায় কিছুতেই মানতে পারছে না কৃষক পরিবারটি। বরং ভাঙা ঘরে শুয়ে ওই তরতাজা যুবকের দেশরক্ষার কাজে যোগ দেওয়ার একদিনের স্বপ্ন দেখাকেই দূষছেন পরিবারের সদস্যরা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর