ভারতের সঙ্গে সংঘর্ষে ৫ চিনা সেনার মৃত্যু হয়েছে! দাবি বেজিংয়ের - Bangla Hunt

ভারতের সঙ্গে সংঘর্ষে ৫ চিনা সেনার মৃত্যু হয়েছে! দাবি বেজিংয়ের

By Bangla Hunt Desk - June 16, 2020

তাহলে কি ভারত চিন যুদ্ধের সূচনা হয়ে গেলো!১৯৬৭ সালের পর দুই দেশের সেনাদের মধ্যে একাধিক বার হাতাহাতি হলেও গুলি চালানো বা কোনো সেনা মৃত্যুর ঘটনা ঘটেনি। সূত্রের খবর, গত কাল রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার ওপর হামলা করে। এই হামলায় এক সেনা কর্নেল সহ দুই জন সেনা শহীদ হন।

সংঘর্ষে তিন ভারতীয় সোনা জওয়ানের পাশাপাশি চিনের পিপলস লিবারেশন আর্মির ৫ জন জওয়ান নিহত সহ অন্তত ১১ জন চিনা সেনা আহত হয়েছে বলে চিনা সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে।

চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের সম্পাদক হু জিজিন টুইট করে জানান,আমার জানা তথ্যের ভিত্তিতে, গালওয়ান উপত্যকার সংঘর্ষে চিনা পক্ষও হতাহতের শিকার হয়েছে। আমি ভারতকে বলতে চাই, অহংকারী হবেন না এবং চিনের শান্ত থাকাকে দুর্বলতা ভেবে ভুল করবেন না। চিন ভারতের সাথে সংঘর্ষ চায় না, তবে আমরা তা করতে ভয় করি না।

এদিকে দিল্লিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক হয়। দুই দেশের সেনা আধিকারিকরা সীমান্তে বৈঠকের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এই সংঘর্ষ নিয়ে বিশ্বের দুই শক্তিধর রাষ্ট্র আমেরিকা ও রাশিয়ার এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর