এন্টালিতে ডিসি অফিস ঘেরাও কর্মসূচিতে ব্যাপক অশান্তি! গ্রেপ্তার সৌমিত্র খাঁ, সায়ন্তন বসু - Bangla Hunt

এন্টালিতে ডিসি অফিস ঘেরাও কর্মসূচিতে ব্যাপক অশান্তি! গ্রেপ্তার সৌমিত্র খাঁ, সায়ন্তন বসু

By Bangla Hunt Desk - June 15, 2020

দলীয় কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো সহ রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে আজ এন্টালিতে বিক্ষোভ কর্মসূচিতে নামে বিজেপির যুব মোর্চা। এই নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে ফুলবাগান চত্বরে। ডিসি অফিস ঘেরাও করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হলেন বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। এদিকে অবস্থান বিক্ষোভে যোগ দিতে যান বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, অভিযোগ তাকেও গ্রেপ্তার করে পুলিশ।

এদিন দুপুরে বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁর নেতৃত্বে মিছিল করে এন্টালি ডিসি অফিস ঘেরাও করতে আসেন বিজেপি কর্মকর্তারা। তাদের অভিযোগ রাজ্য বিজেপি কর্মীদের উপর হামলা চলছে, মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে তাঁদের। কিন্তু মিছিল ফুলবাগান মোড়ে এসে পৌঁছালে বিজেপি কর্মকর্তাদের আটকে দেয় পুলিশ। পাল্টা প্রতিরোধ করেন মোর্চা সদস্যরা। তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এই সময়ে ফুলবাগান থেকে বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ কে গ্রেপ্তার করে পুলিশ। এই সময় ফুলবাগান মোড়েই অবস্থান-বিক্ষোভ বসে বিজেপির যুব মোর্চার সদস্যরা। সেই অবস্থান বিক্ষোভে যোগ দিতে আসেন বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। অভিযোগ তাকেও গ্রেপ্তার করা হয়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর