

বালুরঘাট ২০ মে ;: ” আমফান ” এর দাপটে ইতিমধ্যেই দুই জনের মৃত্যু হয়েছে রাজ্যে। সেই আমফান সুপার সাইক্লোন আজ মধ্য রাতের মধ্যেই আছড়ে পড়তে চলেছে উত্তরবঙ্গের তিন জেলা মালদা ও দুই দিনাজপুর জেলায়। সেদিকে লক্ষ্য রেখেই জেলায় কৃষকদের সতর্ক করতে প্রচার শুরু করলো জেলা কৃষি দপ্তর। সেই বার্তা পেয়েই বোরো ধান কেঁটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকেরা।
আবাওহদফতর সুত্রে জানা গেছে বিধ্বংসী সুপার সাইক্লোনিক আমফান আজ থেকে তিন দিন ধরে তার চলতে থাকা দাপটের জেরে দক্ষিণ দিনাজপুর জেলায় ঝড়ো হাওয়া ও সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। এই পূর্বাভাস দিয়েছে জেলার মাঝিয়ান কৃষি বিজ্ঞান কেন্দ্র । যদিও জেলায় আমফানের বিধ্বংসী প্রভাব অনেকটাই কম থাকবে। জেলা কৃষি দপ্তর আগে থেকেই কৃষকদের ফসল ঘরে তোলার জন্য ব্লক ভিত্তিক মাইকিং করে প্রচার ও লিফলেট বিলি শুরু করা হয়েছে আজ থেকে।
আর এই বার্তা পেয়েই প্রায় যুদ্ধকালীন পরিস্থিতে বোরো ধান, ভুট্টা কাটতে শুরু করে দিয়েছে জেলার কৃষকেরা। কম সময়ের মধ্যে করোনা পরিস্থিতে ফসল ঘরে তুলতে সমস্যায় পড়তে হচ্ছে জেলার কৃষকদের।
অপরদিকে জেলার পতিরামের মাঝিয়ান কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞ সুমন সূত্রধর বলেন,আজ থেকে ২২ তারিখ পর্যন্ত তিন দিন আমফানের প্রভাব থাকবে দক্ষিণ দিনাজপুর জেলায়। ২০ তারিখ মধ্য রাত থেকে মাঝারি বৃষ্টি সাথে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া চলতে থাকবে। ২১ তারিখ ঝড়ো হাওয়া ,ভারী বৃষ্টিপাত হবে (৭০ মিলিমিটার ) বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। ২২ তারিখ মাঝারি বৃষ্টি সঙ্গে ঝড়ো হাওয়া ৪০ কিলোমিটার বেগে বইতে থাকবে। বুলবুলের থেকে অনেক শক্তিশালী ঝড় ১৯৯৯ সালের পর এইধরণের সুপার সাইক্লোনিক ঝড় ২০২০ সালে হতে চলেছে আমফান । তবে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় তার প্রভাব অনেকটাই কম থাকবে।কৃষকদের ফসল ঘরে তোলা ও সাধারণ মানুষকে ঝড়ের সময় নিরাপদ স্থানে থাকবার পরামর্শ দিচ্ছি।
অন্যদিকে জেলা কৃষি আধিকারিক জোতির্ময় বিশ্বাস বলেন ,আমফানের ঝড়ের আগে আমাদের জেলার আটটি ব্লক জুড়ে আমরা কৃষকদের সতর্ক করতে মাইকিং ,রাজ্যের পাঠানো লিফলেট বিতরণ করছি গ্রামে গ্রামে। বোরো ধান ৮০ শতাংশ হয়ে গিয়েছে এখনই শ্রমিক দিয়ে হোক অথবা মেশিন দিয়ে ধান কেঁটে ঘরে তুলতে বলা হচ্ছে। সাথে জেলায় ভুট্টা এবারে ভালো চাষ হওয়ায় ভুট্টা কেঁটে নেওয়ার পরামর্শ দিয়েছি। সবজি চাষিদের মাচা ভালো করে বেঁধে ও সবজির গাছের গোড়ায় যাতে জল দাঁড়াতে না পারে তার জন্য আমাদের ব্লক কৃষি দপ্তরের মাধ্যমে কৃষকদের সচেতন করছি। জেলায় মাঠে এখনো বোরো ধান রয়েছে কৃষকদের তা যুদ্ধকালীন পরিস্থিতে ঘরে তুলতেই হবে নয়তো ক্ষতির আশংকা আছে।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স