Breaking: প্রয়াত ঋষি কাপুর! - Bangla Hunt

Breaking: প্রয়াত ঋষি কাপুর!

By Bangla Hunt Desk - April 30, 2020

দীর্ঘদিন ধরেই লড়াই করছিলেন ক্যানসারের সঙ্গে। মাঝে সুস্থ হয়ে অভিনয় জগতেও ফিরে এসেছিলেন। কিন্তু মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়তেন। ঋষি কাপুরের দাদা রনধীর কাপুর জানিয়েছেন’কিছুদিন ধরেই ওর শরীর ভালো যাচ্ছিল না। কিছু সমস্যা দেখা দিয়েছিল। ক্যান্সারতো রয়েই ছিল, এর মধ্যে আবার শুরু হয় শ্বাসকষ্ট। সেই জন্য বুধবার সকালে ওকে ভর্তি করা হয় হাসপাতালে। কিন্তু এবার একেবারেই হারিয়ে গেল ঋষি’। ৬৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ঋষি কাপুর। টুইটারে তার মৃত্যুর কথা নিশ্চিত করেন অমিতাভ বচ্চন।

২০১৮ সালে ক্যান্সারের চিকিৎসার জন্য বেশকিছু দিন আমেরিকায় ছিলেন তিনি। গত বছর সেপ্টেম্বর মাসে দেশে ফেরেন তিনি। দিন কয়েক আগে দিল্লিতে দূষণের জন্য ফুসফুসের সংক্রমণ হয়। এরপর মুম্বাইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেই সময় দিল্লিতে শুটিং করছিলেন তিনি। তারপর শ্বাসকষ্ট জনিত সমস্যায় হওয়ায় বুধবার ফের হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কিন্তু শেষে এই পরিণতি হবে কেউ ভাবতে পারেনি। মৃত্যুর সময় তার পাশে ছিলেন স্ত্রী নিতু কাপুর ও ছেলে রানবির কাপুর।

ছোটবেলা থেকেই অভিনয় জগতে হাতে ঘড়ি ঋষি কাপুরের। ‘মেরা নাম জোকারে’ অভিনয় জন্য বেস্ট চাইল্ড আর্টিস্টের পুরস্কার পেয়েছিলেন। তার ৩ বছর পর ববিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি। একের পর এক হিট সিনেমায় দেখা গিয়েছে তাকে। তার মৃত্যুতে শোকাহত পুরো বলিউড। শুধু বলিউডই নয় শোকজ্ঞাপন করেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও।

টুইটারে শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর