

মালদা;২৫ এপ্রিল: সরকারি কোয়ারান্টিন সেন্টারে বাসি খাওয়ার দেওয়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল মালদহের হরিশ্চন্দ্রপুরে। শুক্রবার রাতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর আইটিআই কলেজের কোয়ারান্টিন সেন্টারের ঘটনাকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়েছে। কোয়ারান্টাইনে খাবারের দায়িত্বে থাকা কর্মীদের বিরুদ্ধে পরিযায়ী শ্রমিকরা খাবার খারাপ দেওয়া অভিযোগ তুলেছেন।
উল্লেখ রাজ্য সরকারের স্বাস্থ্য বিধিঅনুযায়ী ভিন ফেরতদের ১৪ দিন দিনের হোম কোয়ারান্টিনে থাকা নির্দেশ দিয়েছেন।কোয়ারান্টিনে থাকা শ্রমিকরা বলেন,তিনবেলা আহার জুটলেও তা নিম্নমানের বলে অভিযোগ উঠছে। শুক্রবার রাতে শ্রমিকদের বাসি খাওয়ার দেওয়া হয়েছেল। প্রতিবাদ করেন তারা। আর তার জেরেই কোয়ারান্টাইন রক্ষনাবেক্ষন কারীদের হাতে বেশ কয়েকজন শ্রমিক আক্রান্ত হয় বলে অভিযোগ। মদ্যপ অবস্থায় খাওয়ার দিতে এসেছিলেন বলে অভিযোগ করেছেন পরযায়ী রঞ্জিত গোস্বামী। হরিশ্চন্দ্রপুর ১ ব্লক সূত্রে জানা গেছে, সপ্তাহ দুয়েক আগে এলাকার আইটিআই কলেজ কোয়ারান্টিন সেন্টার তৈরী করা হয়েছে প্রশাসনের তরফে। বর্তমানে বিহার রাজ্য সহ মালদার হরিশ্চন্দ্রপুর এলাকার প্রায় ৫০ জন শ্রমিক রয়েছে বলে জানা গেছে। সেন্টারের পাশে থাকা এক বাসিন্দা করুণা কুন্ডু জানালেন গতকাল রাত্রে আইটিআই কলেজ মধ্যে গন্ডগোলের শব্দ আমরা শুনতে পাই। এরপরই হরিশ্চন্দ্রপুর থানা থেকে প্রচুর পুলিশ আছে সেন্টারে। আমরা বুঝতে পারিনি ভিতরে কি হয়েছে। আজ জানতে পারি বাসি খাওয়ার দেওয়া হয়েছিলো। এই বাসি খাবার খেয়ে অনেক শ্রমিক অসুস্থ বোধ করেন। শ্রমিকরা সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে কি আদৌ সুরক্ষিত? এই প্রশ্ন তুলছেন হরিশ্চন্দ্রপুর বাসী।
এবিষয়ে হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের বিডিও অনির্বান বসু জানান গন্ডগোলের খবর পেয়েছিলাম গতকাল রাত্রে। রাতের খাবার নিয়ে একটা গন্ডগোল হয়েছে। সাধারণত পলি প্যাকে খাবার দেওয়া হচ্ছে বলে খাবার একটা গন্ধ হচ্ছে। আজ থেকে অ্যালুমিনিয়াম ফয়েলএ খাবার দেওয়া হবে। মারধর এর যে অভিযোগ উঠে আসছে তা আমরা খতিয়ে দেখছি।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স