আজ থেকে দেশজুড়ে আংশিক শিথিল হচ্ছে লকডাউন! কি কি খোলা থাকছে আসুন জেনে নিই - Bangla Hunt

আজ থেকে দেশজুড়ে আংশিক শিথিল হচ্ছে লকডাউন! কি কি খোলা থাকছে আসুন জেনে নিই

By Bangla Hunt Desk - April 25, 2020

করোনা আতঙ্কে দেশজুড়ে চলছে লকডাউন। অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ও ঔষধের দোকান ছাড়া প্রায় সবকিছুই বন্ধ। ফলে ধাক্কা খেয়েছে অর্থনীতি। ব্যবসা-বাণিজ্য বন্ধ, কল কারখানা বন্ধ, এর ফলে বন্ধ হয়ে গেছে সরকারের রাজস্ব আদায়। চাপ বেড়েছে সরকারি রাজকোষে। এই পরিস্থিতিতে শর্ত সাপেক্ষে কিছু দোকান খোলার অনুমতি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার গভীর রাতে এই নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। এই নির্দেশিকায় বলা হয়েছে মাক্স ও সামাজিক দূরত্ব মেনে বসতি ও বাজার এলাকায় দোকান খোলার অনুমতি দেওয়া হচ্ছে। শপস এন্ড এস্ট্যাবলিশমেন্ট অ্যাক্টের আওতায় এই নির্দেশ জারি করা হয়েছে। তবে শপিংমল ও হটস্পট এলাকাগুলির ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে না।

আসুন একনজরে দেখে নেওয়া যাক কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী কি কি খোলা থাকছে! আর কি কি বন্ধ থাকছে

১. গ্রাম, শহর বা মফস্বল এলাকায় শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্টের আওতায় রেজিস্টার্ড হলেই দোকান খোলা রাখা যাবে। শহরে ও মফস্বলে যেখানে রেসিডেন্সিয়াল এলাকা বা যেখানে দোকান কম সেখানে দোকান খোলা থাকবে।

২. পুর এলাকার বাইরে মার্কেট বা কমপ্লেক্স খোলা থাকবে।

৩. সেলুন খোলা যেতে পারে কিন্তু বাজার এলাকায় হলে তা খোলা যাবে না।

৪. অত্যাবশ্যকীয় পণ্যের দোকান নয় এমন দোকান খোলা যাবে। তবে সেগুলোকে সিঙ্গেল দোকান হতে হবে।

৫. বাজারে নয় কিন্তু বসতি এলাকায় দর্জির দোকান খোলা থাকবে।

৬. রেসিডেন্সিয়াল কমপ্লেক্স বা মার্কেট কমপ্লেক্সে থাকা দোকান খুলবে। তবে পুর এলাকার কোনো কমপ্লেক্সের দোকান খুলবে না।

৭. পুরো এলাকার বাইরে মার্কেট কমপ্লেক্স খোলা থাকবে।

লকডাউনে কি কি বন্ধ থাকছে

১. শপিংমল, সিনেমাহল, সুইমিংপুল, বিনোদন, হোটেল, মদের দোকান, বার, প্রার্থনা সভা, জিম, স্পোর্টস কমপ্লেক্স বন্ধ থাকবে।

২. স্কুল কলেজ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বন্ধ থাকছে অন্তর্দেশীয় উড়ানো ও আন্তর্জাতিক উড়ান।

৩. বন্ধ থাকছে রেল পরিষেবা। সমস্ত ধরনের গণপরিবহন পরিষেবা, ও বাস পরিষেবা।

৪. বন্ধ থাকছে সব ধরনের শিল্প-বাণিজ্য, কল কারখানা।

৫. নিত্য প্রয়োজনীয় নয় এমন সব জিনিসই ই-কমার্স এর মাধ্যমে কেনা করা যাবে না।

৬. বন্ধ থাকছে প্রার্থনা সভা ও ধর্মীয় স্থান। কোন ধরনের ধর্মীয় জমায়েত করা যাবে না।

৭. সামাজিক-রাজনৈতিক, ক্রিয়া, বিনোদন, ধর্মীয় আচার অনুষ্ঠানে কোন ধরনের জমায়েত করা যাবে না।

৮. কোন ব্যক্তির মৃত্যু হলে তার শেষকৃত্যে ২০ জনের বেশি জমায়েত করা যাবে না।

৯. বন্ধ থাকবে অটো, ওলা, উবের, সমস্ত ধরনের ট্যাক্সি।

এর আগেও পর্যাক্রমে একাধিক ছাড় দিয়েছে কেন্দ্র, যেমন খাদ্য প্রক্রিয়াকরণ, বেসরকারি বইয়ের দোকানের, ফ্যানের দোকান, কৃষির সঙ্গে যুক্ত একাধিক কারখানা ইত্যাদিকে ছাড়ের আওতায় আনা হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর