

শিলিগুড়ি ২২ এপ্রিল; জল্পনা উড়িয়ে শেষমেষ কমিশনারের সঙ্গে বৈঠক শেষে আগামীকাল বৃহস্পতিবার উত্তরবঙ্গ যাচ্ছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেখানে গিয়ে উত্তরবঙ্গে করোনা পরিস্থিতি খতিয়ে দেখবেন তারা। সেখানকার মানুষের সঙ্গে কথা বলবেন। করোনা মোকাবেলায় রাজ্য প্রশাসন কি কি ব্যবস্থা নিয়েছে তা খতিয়ে দেখবেন। প্রয়োজনে করোনা মোকাবেলায় কি কি করতে হবে সেই মতামত দেবেন তারা।
করোনা মোকাবিলায় লকডাউন কতটা মানা হচ্ছে তা খতিয়ে দেখতে সোমবার কেন্দ্রীয় সরকারের পাঁচ প্রতিনিধি দল উত্তরবঙ্গে এসে পৌঁছেছেন। বুধবার রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেন তারা।
এদিন এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ন রানিডাঙা হেড কোয়ার্টারে এই বিষয়ে জলপাইগুড়ির বিভিগীয় কমিশনার অজিতরঞ্জন বর্ধনের সঙ্গে বৈঠক করা হয়।
বৈঠক শেষ হওয়ার পর কেন্দ্রীয় প্রতিনিধি দলের এক সদস্য জানান, ‘কোথায় কোথায় কোয়ারান্টিন সেন্টার করা হয়েছে, আইসোলেশনে কয়টি শয্যা করা হয়েছে, কোন কোন এলাকা সিল করা হয়েছে এই সমস্ত বিষয়ে এদিন আলোচনা করা হয়। পাশাপাশি শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির বাজারের অবস্থা তথা সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।’
এদিকে গত সোমবার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের অতিরিক্ত সচিব বিনীত যোশীর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে বাগডোগরা বিমানবন্দরে করে এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ন রানিডাঙা হেড কোয়ার্টারে পৌঁছেছেন। গতকাল তাদের পরিদর্শনের কথা থাকলেও বের হননি তারা। এদিন সমস্ত বিষয় নিয়ে বৈঠক করা হয়।
অপরদিকে কেন্দ্রীয় প্রতিনিধি দলের ওই সদস্য আরও জানান ‘লকডাউন নিয়ে প্রশাসনের কাছে কী রিপোর্ট রয়েছে তা ডিভিশনাল কমিশনারের কাছে জানতে চাওয়া হয়েছে। সব বিষয় নিয়েই আলোচনা করা হয়েছে। ডিভিশনাল কমিশনার সম্পূর্ণভাবে আমাদের সহযোগিতা করছেন। জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিংয়ের রিপোর্ট নেওয়ার জন্য সেখানকার জেলাশাসক, পুলিশ সুপারের পাশাপাশি শিলিগুড়ির পরিস্থিতি জানতে শিলিগুড়ি পুলিশ কমিশনারকেও ডাকা হয়েছে। তাদের কাছ থেকেও সমস্ত রিপোর্ট নেওয়া হবে।’ আগামীকাল তারা পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স